কি-ওয়ার্ড-কি-কি-ওয়ার্ড এর প্রকারভেদ

কি-ওয়ার্ড কি?

কি-ওয়ার্ড হলো এক বা একাধিক শব্দের সমষ্টি বা মনের ধারনা । যেটা লিখে মানুষ বিভিন্নি সার্চ ইঞ্জিনে কোন কিছু দেখা ,জানা বা শোনার জন্য সার্চ করে থাকে। সহজ কথায় যে, কোন কন্টেন্ট বা পোস্টকে সবচেয়ে ভাল ভাবে উপস্থাপন করে তাকে কি-ওয়ার্ড বলে।
কিওয়ার্ড রিসার্চ বলতে কী বোঝায়?

কি-ওয়ার্ড রিসার্চকে একটি গবেষণাও বলা যেতে পারে। যার মাধ্যমে জানতে পারা যাবে-
  •  গুগলে মানুষ কি ধরনের কথা লিখে বেশী সার্চ করে।
  •  কতজন মানুষ কি ধরনের কন্টেন্ট বিষয়বস্তু সার্চ করে।
  •  তারা কন্টেন্টকে কি ধরনের ফরমেট দেখতে চােই।
কি-ওয়ার্ড রিসার্চ করলে উপরের বিষয়বস্তু ছাড়াও আরো কিছু তথ্য এবং উপাত্ত পাবে, যার মাধ্যমে সহজেই বুঝতে পারা যাবে, কী ধরণের কন্টেন্ট লেখা প্রয়োজন আর কোন কি-ওয়ার্ড ইউজ করলে মানুষ কন্টেন্টে তাড়াতাড়ি পৌছাতে পারবে। সহজ কথায়, গুগলে র‍্যাংক করানোর জন্য অর্থাৎ গুগলের প্রথমদিকে যেন কন্টেন্ট টি থাকে সেই লক্ষ্যে যে রিসার্চ করা হয় তাই হলো কি-ওয়ার্ড রিসার্চ।

কি-ওয়ার্ড এর প্রকারভেদ

কিওয়ার্ড এর প্রকারভেদ সম্পর্কে মতবেদ রয়েছে । তবে আমরা ডিজিটাল মার্কেটিং এ ৬ ধরনের কি-ওয়ার্ড সচরাচর ব্যবহার করে থাকি। যথা-
  •  শর্ট-টেইল কি-ওয়ার্ড ( Short-Tail Keyword)
  •  লং-টেইল কি-ওয়ার্ড ( Long-Tail Keyword )
  •  স্থানীয় কি-ওয়ার্ড ( Local Keyword)
  •  ব্র্যান্ড কি-ওয়ার্ড ( Branded Keyword)
  •  নেতিবাচক কি-ওয়ার্ড ( Negative Keyword)
  •  রিলেটেড কি-ওয়ার্ড(Related Keyword)
  • শর্ট-টেইল কি-ওয়ার্ড ( Short-Tail Keyword)

শর্ট-টেইল কি-ওয়ার্ড ( Short-Tail Keyword)

 সাধারনত এক থেকে তিন শব্দের মধ্যে হয়ে থাকা। শর্ট-টেইল কি-ওয়ার্ড ( Short-Tail Keyword) র‌্যাংক করানো অনেক কঠিন। কারণ এর প্রতিযোগীতা অনেক বেশী। আরও একটা বিষয় হল শর্ট-টেইল কি-ওয়ার্ড ( Short-Tail Keyword) মানুষের সঠিক মনোভাব টা বুঝা খুব কষ্ট কর। যেমন একজন ঔষধ লিখে সার্চ করল। এখানে কি বুঝবেন? সে কি ঔষধ খাবার নিয়ম জানতে চাই , না টোজেজ ফরম জানতে চাই, না করযকারীতা সম্পর্কে জানতে চাই ----। তবে সঠিক মানুষকে টার্গেট করার জন্য লং-টেইল কি-ওয়ার্ড এর সাতে শর্ট-টেইল কি-ওয়ার্ড ব্যবহার করা উচিত।

লং-টেইল কি-ওয়ার্ড ( Long-Tail Keyword )

সাধারণত তিন শব্দের বেশী যে কি-ওয়ার্ড লিখা হয় তাকে লং-টেইল কি-ওয়ার্ড বলে । শর্ট-টেইল কি-ওয়ার্ড এর চেয়ে লং-টেইল কি-ওয়ার্ড অনেকটা নির্দিষ্ট হয় ।ফলে সঠিক টার্গেট বা বিষয়টা বুঝতে সুবিধা হয়। লং-টেইল কি-ওয়ার্ড এর সার্চ ভলিউম বেশী থাকে এবং এর প্রতিযোগীতাও কম। ফলে ওয়েবসাইট র‌্যাংক করানো সহজ হয়।

স্থানীয় কি-ওয়ার্ড ( Local Keyword)

স্থানীয় কি-ওয়ার্ড সাধারণত একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চল বা এলাকাকে টার্গেট করে করা হয়। এ কি-ওয়ার্ডগুলোতে একটি নির্দিষ্ট শহর, দেশ অঞ্চলের নাম অর্ন্তভুক্ত থাকে। ফলে খুব সহজে ঐ সকল শহর, দেশ বা অঞ্চলের মানুষের কাছে পৌছানো যায়।

ব্র্যান্ড কি-ওয়ার্ড ( Branded Keyword)

ব্র্যান্ড কি-ওয়ার্ড হল ব্র্যান্ড এর সাথে যুক্ত শব্দাংশ বা বাক্যাংশ যা লোকজন ঐ পণ্য বা স্থান বা সেবা যেন সহজে খুজে পেতে সহয়তা করে। ব্র্যান্ড কি-ওয়ার্ড টি অবশ্যয় সহজ হতে হবে এবং অফারকৃত পণ্য বা পরিসেবার মত নির্দিষ্ট হতে হবে।

নেতিবাচক কি-ওয়ার্ড ( Negative Keyword)

নেতিবাচক কি-ওয়ার্ড গুলো হল সার্চ ইঞ্জিন বিপনোন প্রচারাভিজানে ব্যবহৃত শবাদগুলো যাতে অপ্রাসঙ্গিক প্রশ্নের জন্য বিজ্ঞাপনগুলো দেখানো না হয় তা নিশ্চিত করা।

রিলেটেড কি-ওয়ার্ড(Related Keyword)

কি-ওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে রিলেটেড কি-ওয়ার্ড(Related Keyword) গুরুত্বপূর্ণ ভূমিকা পালকন করে। রিলেটেড কি-ওয়ার্ড হল এমন শব্দ বা বাক্যাংশ যা টার্গেট কি-ওয়ার্ডের সাথে ঘনিষ্ট ভাবে সম্পর্কিত। এই সম্পর্ক হতে পারে অর্থের দিক দিয়ে বা সমার্থক শব্দ শব্দের দিক দিয়ে বা প্রসঙ্গের দিক দিয়ে । সঠিক কি-ওয়ার্ড খুজে বের করতে কষ্ট হলে সঠিক রিলেটেড কি-ওয়ার্ড খুজে বের করার মাধ্যমে মূল কি-ওয়ার্ডের গুরুত্ব বেড়ে যায়। মূল টপিকের পাশাপাশি রিলেটেড কি-ওয়ার্ড আর্টিকেরের মধ্যে রাখলে গুগল আর্টিকেলের বিষয় বা ধরন এবং আর্টিকেলের ভিতরে কি কি তথ্য আছে তা বুঝতে পারে।

কিওয়ার্ড রিসার্চ টুল

কি-ওয়ার্ড রিসার্চ টুল হল ঐ সমস্ত শব্দ বা বাক্যাংশ আবিস্কার কারার প্রক্রিয়া যেগুলো দ্বারা মানুষ বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে ব্যবহার করে। েএকটি পণ্য বা পরিসেবার সাথে কোন কি-ওয়ার্ড গুলো সবচেয়ে বেশী প্রাসঙ্গিক তা বের করার প্রক্রিয়া।
কিওয়ার্ড রিসার্চ এর জন্য জনপ্রিয় টুলস সমূহের নাম
কি-ওয়ার্ড রিসার্চ এর জন্য এখন পর্যন্ত অনেক ধরণের টুলস এর আগমন ঘটেছে। তার মধ্যে জনপ্রিয় কয়েকটিে উল্ল্যেখ করা হরলা।
  • গুগল সার্চ কনসাল
  • উবার সাজেস্ট
  • গুগল কি-ওয়ার্ড প্ল্যানার
  • কি-ওয়ার্ড টুল ডট আইও
  • কি-ওয়ার্ড এভরিওয়ার
  • গুগল ট্রেন্ডস
  • সেমরাস
  • কোশ্চেন ডিবি
  • কি-ওয়ার্ড স্ন্যাচার
  • মোচ কি-ওয়ার্ড এক্সপ্লোরার
  • Soovle
  • Jaxxy
  • Ahrefe Keyword recharge Tool
  • KWFinder
  • Serpstat
  • SEocpit

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url