বিকাশ ক্যাশ আউট চার্জ কত-প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার নিয়ম

বিকাশ সেভিংস খোলার নিয়ম-বিকাশ সেভিংস কতটুকু নিরাপদআসসালামু আলাইকুম বন্ধু গণ।  আশা করি সবাই ভাল আছেন। বর্তমান সময়ে টাকা লেনদেনের অন্যতম মাধ্যম হলো বিকাশ । আপনি হয়তো বিকাশ থেকে টাকা বের করার নিয়ম এবং বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা লাগে এই সম্পর্কে অনেক জানার চেষ্টা করেছেন।
বিকাশ ক্যাশ আউট চার্জ-প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার নিয়ম
কিন্তু আপনি বর্তমান সময়ের সঠিক তথ্য পান নাই।  আশা করি আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে বিকাশে ক্যাশ আউটের চার্জ কত এটা সম্পর্কে বিস্তর ধারণা পাবেন। প্রিয় এজেন্ট নাম্বার কি এবং প্রিয় এজেন্ট নাম্বার কিভাবে করতে হয় এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ  আউট চার্জ কত সেটাও জানতে পারবেন।

বিকাশে টাকা দেখার নিয়ম

ধাপ ১ঃ *247# লিখে ডায়াল করুন
ধাপ ২ঃএবার 9 নাম্বারে লিখা দেখবেন  9 My bkash . 9 লিখে Send করুন।
ধাপ ৩ঃএবার 1 নাম্বারে লিখা দেখবেন 1 Chek Balence .1 টাইপ করে send বাটনে চাপ দিন।
ধাপ ৪ঃএবার লিখা দেখবেন Enter Pin. এখানে আপনার পিন দিয়ে send বাটনে চাপ দিন।
আপনার সামনে ভেসে উঠবে আপনার Bkash Account এর টাকার পরিমাণ।

বিকাশে ক্যাশ আউক করার নিয়ম

ধাপ ১ঃ *247# ডায়ের করুন।
ধাপ ২ঃ স্ক্রল করে নিচে এসে 5 cash out দেখবেন। 5 টাইপ করে send বাটনে চাপ দিন।
ধাপ ৩ঃ এবার 1 নম্বরে দেখবেন 1 From Agent লিখা আছে। 1 টাইপ করে send বাটনে চাপ দিন।
ধাপ ৪ঃ এবার লিখা দেখবেন , Enter Agent bkash Account no: এখানে আপনি যে নম্বরে ক্যাশ আউট করবেন সেই নম্বর লিখে send বাটনে চাপ দিন।
ধাপ ৫ঃ Send করার পর দেখবেন লিখা আসবে Enter Amount। এখানে টাকার পরিমাণ লিখে send বাটনে চাপ দিন।
ধাপ ৬ঃ এবার লিখা দেখবেন Enter Menu PIN to confirm। এখানে আপনার পিন দিয়ে send বাটনে চাপ দিন।
এখানেই আপনার কাজ শেষ। আপনার টাকা চলে যাবে বিকাশ এজেন্ট এর কাছে। আপনি সেখান থেকে আপনার টাকা বুঝে নিয়ে মনের সুখে গান গাইতে গাইতে বাড়ি চলে আসবে।

বিকাশ ক্যাশ আউট চার্জ

বর্তমানে বাংলাদেশের বুকে যত মোবাইল ব্যাংকিং সিস্টেম রয়েছে সেগুলোর মধ্যে সব চাইতে জনপ্রিয় হলো বিকাশ। প্রতিটা ব্যাংকিং এর একটা নিজস্ব খরচ আছে। বিকাশও এর ব্যতিক্রম নয়। বিকাশে খরচের দুইটা ভাগ আছে।১। সাধারণ বিকাশ এজেন্ট নাম্বার।২। প্রিয় বিকাশ এজেন্ট নাম্বার।
 সাধারন বিকাশ এজেন্ট নাম্বার এর ক্ষেত্রে ভ্যাট সহ প্রতি হাজারে আপনার খরচ পড়বে ১৮.৫ টাকা। অপরদিকে আপনি যদি বিকাশ এজেন্ট নাম্বারটিকে প্রিয় নাম্বার হিসেবে যোগ করেন। সেক্ষেত্রে প্রিয় এজেন্ট নাম্বারে আপনার খরচ পড়বে প্রতি হাজারে 14.90 টাকা। এত সুন্দর সুবিধা আপনি অন্য কোন মোবাইল ব্যাংকিংয়ের অপারেটর ও পাবেন না।

প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার নিয়ম

ধাপ ১ঃ *247# লিখে ডায়াল করুন
ধাপ ২ঃ এবার 9 নাম্বারে লিখা দেখবেন মাই বিকাশ 9 My bkash . 9 লিখে Send করুন।
ধাপ ৩ঃ এবার 4 নম্বরে লেখা দেখবেন 4 Priyo Number. 4 লিখে send বাটনে চাপ দিন।
ধাপ ৪ঃ এবার 2 নম্বরে লেখা দেখবেন 2 Cash Out . 2লিখে send বাটনে চাপ দিন।
ধাপ ৫ঃ এবার 1 নম্বরে লেখা দেখবেন  1 Add Priyo Agent Number. 1 লিখে send বাটনে চাপ দিন।
ধাপ ৬ঃ  এবার লেখা দেখবেন Enter Priyo Agent Account N: . Agent Number লিখে send বাটনে চাপ দিন।
ধাপ ৭ঃ| এবার লেখা দেখবেন Enter Priyo Agent Name . এখানে বিকাশ এজেন্ট এর নাম লিখতে হবে। উল্লেখ্য যে, এখনে সর্বোচ্চ ৪/৮ টি শব্দ ব্যবহার করা যাবে এবং কোন স্পেশাল ক্যারেক্টোর যেমন (*, # , / , @ ) ইত্যাদি ব্যবহার করার যাবে না। লিখা হলে send বাটনে চাপ দিন।
ধাপ ৮ঃ এবার লিখা দেখবেন Enter Menu PIN to confirm। এখানে আপনার পিন দিয়ে send বাটনে চাপ দিন।
Send বাটনে চাপ দেওয়া পর আপনার কাছে একটা কনফার্মেশন ম্যাসেজ আসবে। আপনার কাজ এখানেই শেষ। এখন আপনি যদি এই নাম্বারে ক্যাশ আউট করেন তাহলে আপনার ভ্যাটসহ প্রতি হাজারে খরচ কাটবে ১৪.৯০ টাকা। 

প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিটেড

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো মধ্যে অন্যতম হলো বিকাশ। বিকাশ সকলের জন্য প্রিয় হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো প্রিয় এজেন্ট নাম্বার সিস্টেম। অতি সম্প্রতি সময়ে বিকাশ মানুষের জন্য বা তাদের গ্রাহকের জন্য একটা নতুন সুযোগ চালু করেছেন।
 ইতিপূর্বে প্রিয় এজেন্ট নাম্বার সিস্টেম বিকাশে চালু ছিল এবং সেটা কেবলমাত্র একটা নম্বরই প্রিয় করা যেত। কিন্তু বর্তমানে বিকাশ ডাবল সুবিধা দিয়েছে। এখন থেকে আপনি দুইটি প্রিয় এজেন্ট নাম্বার করতে পারবেন। প্রতিটি প্রিয় এজেন্ট নাম্বারে প্রতি মাসে আপনি সর্বোচ্চ ৫০ হাজার টাকা  কম খরচে  ক্যাশ আউট করতে পারবেন। তাহলে দুইটি নম্বরে আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা অতি কম খরচে ক্যাশ আউট করতে পারে।

পিন রিসেট করার নতুন নিয়ম 

বর্তমানে বিকাশ আপনার ভুলে যাওয়া পিন নাম্বার অথবা ব্লক হয়ে যাওয়া পিন নাম্বার রিসেট করার নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মে আপনাকে আগের মত কাস্টমার কেয়ারে ফোন করে কাস্টমার মেরেজের সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে হবে না। এখানে জাস্ট আপনি শুধু কাস্টমার কেয়ার নাম্বার 16247 ডায়াল করুন। 

এরপর আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে। আপনার ভাষা সিলেক্ট করার পর আপনাকে আপনার 9, 11, 13 digital আইডি নাম্বারটি লিখে (12345678932#) করুন। এবার আপনাকে আপনার লেনদেনের ধরন যেমন সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ বিদ্যুৎ বিল পেমেন্ট অথবা কোন ট্রানজেকশন নেই এসকল তথ্য সিলেক্ট পড়তে বলবেন। এগুলোর মধ্যে আমরা যে ধরনের লেনদেন করা রয়েছে সেই নাম্বারটি লিখুন। 

এরপর আপনি কত টাকা লেনদেন করেছে সেটা জানতে চাওয়া হবে। এবার সেটা লিখতে হবে। আর আপনার যদি কোন ধরনের লেনদেন না থাকে তাহলে তো কোন সমস্যা নেই। আমরা সকল তথ্য ঠিকঠাক থাকলে আপনাকে একটি টেম্পুরারি পিন নাম্বার পাঠানো হবে। এই টেম্পোরারি পিন নাম্বারটি ব্যবহার করে আপনি আপনার পিন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন।

শেষ কথাঃ বিকাশ ক্যাশ আউট চার্জ

বন্ধুগণ, আশা করি, আপনি আপনার মূল্যবান সময়ের সামান্য কিছুটা অংশ ব্যয় করে ,আমাদের সাথে থেকে, বিকাশ ক্যাশ আউট চার্জ কত, বিকাশে ব্যালেন্স দেখার নিয়ম, প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার নিয়ম সহ আরো বেশ কিছু বিষয় সম্পর্কে বিস্তর ধারণা পেয়েছেন। 

আপনি যদি এই আর্টিকেল পড়ে সামান্যতম উপকৃত হন এবং কিছু তথ্য জানতে পারেন এবং যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধু অথবা নিকট আত্মীয়রো জানা প্রয়োজন তাহলে আপনি আর্টিকেলটি তাদের নিকট শেয়ার করুন এবং এ বিষয়ে আরো কিছু জানার থাকলে মন্তব্য করতে ভুলবেন না ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url