বিকাশ পিন পরিবর্তন করা সহজ দুটি নিয়ম

বিকাশ ক্যাশ আউট চার্জ কত-প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার নিয়মহাই বন্ধুগণ আপনি কি আপনার বিকাশ পিন পরিবর্তন করার কথা ভাবছেন। কিন্তু কিভাবে আপনি আপনার বিকাশ পিন নাম্বার পরিবর্তন করবেন সেটা বুঝতে পারছেন না। অথবা বিকাশ পিন নাম্বার পরিবর্তন করার নিয়ম সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করেছেন।
বিকাশ পিন পরিবর্তন
কিন্তু সঠিক তথ্যটি আপনি খুঁজে পাননি। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি কিছুটা সময় ব্যয় করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন তাহলে আশা করি আপনি বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম সম্পর্কে একটা বিস্তর ধারণা পাবেন। এবং আপনি নিজেই অতি সহজে আপনার বিকাশ পিন পরিবর্তন করতে পারবেন না।

ভূমিকা

বর্তমান সময়ে বহুল পরিচিত মোবাইল ব্যাংকিং সিস্টেম হল বিকাশ। মোবাইল ব্যাংকিং সিস্টেমটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বিকাশের পিন নাম্বার। আপনি যদি আপনার বিকাশ পিন নাম্বারটি ভুলে যান অথবা যদি মনে করেন আপনার পিন নাম্বারটি আর গোপন নাই।
 সেক্ষেত্রে আপনাকে আপনার পিন নাম্বারটি অবশ্যই পরিবর্তন করতে হবে। এখন বিষয় হলো বিকাশ পিন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা জানা খুবই জরুরী। তাহলে চলুন আপনাকে বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম বলে দেই।

 বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম

১ম ধাপঃ প্রথমে আপনি আপনার Keybord থেকে *২৪৭# ডায়েল করুন।
বিকাশ পিন পরিবর্তন করা সহজ দুটি নিয়ম
২য় ধাপ : ডায়েল করার পর আপনার সামনে একটা Carrier inof নামক একটা অপশন আসবে । সেখান থেকে 9 My bkash লিখা দেখবেন। এখন আপনি আপনার Keybord থেকে 9 লিখে Send বাটনে ক্লিক করুন।
বিকাশ পিন পরিবর্তন করা সহজ দুটি নিয়ম
৩য় ধাপ:  ডায়েল করার পর আপনার সামনে একটা Carrier inof নামক একটা অপশন আসবে । সেখান থেকে 3 Change PIN লিখা দেখবেন। এখন আপনি আপনার Keybord থেকে 3 লিখে Send বাটনে ক্লিক করুন।
বিকাশ পিন পরিবর্তন করা সহজ দুটি নিয়ম
৪র্থ ধাপ : ডায়েল করার পর আপনার সামনে একটা Carrier inof নামক একটা অপশন আসবে । সেখানে Enter Older PIN লিখা দেখবেন। এখন আপনি আপনার Keybord থেকে আপনার ব্যবহৃত PIN/ পিন নাম্বার লিখে Send বাটনে ক্লিক করুন।
বিকাশ পিন পরিবর্তন করা সহজ দুটি নিয়ম
৫ম ধাপ : Send করার পর আপনার সামনে একটা Carrier inof নামক একটা অপশন আসবে । সেখানে Enter a 5 digit new PIN লিখা দেখবেন। এখন আপনি আপনার Keybord থেকে আপনার ৫সংখ্যার PIN/ পিন নাম্বার লিখে Send বাটনে ক্লিক করুন।
বিকাশ পিন পরিবর্তন করা সহজ দুটি নিয়ম
৬ষ্ঠ ধাপ : Send করার পর আপনার সামনে একটা Carrier inof নামক একটা অপশন আসবে । সেখানে Confirm new PIN লিখা দেখবেন। এখন আপনি আপনার Keybord থেকে আপনার ৫সংখ্যার PIN/ পিন নাম্বারটিেআবারও লিখে Send বাটনে ক্লিক করুন।

কল করে বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম

এছাড়াও আপনি আরো একটা সহজ নিয়মে আপনি আপনার বিকাশ পিন নাম্বার পরিবর্তন করতে পারেন। সেটি হল আপনি ১৬২৪৭ নাম্বার ডায়াল করে আপনি বিকাশের কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলে আপনি আপনার পিন নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। এই নাম্বারে ডায়াল করার আগে আপনি একটা বেশি অবশ্যই মনে রাখবেন
আপনি যে আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্টটি খুলেছেন সেই কার্ডটি আপনার সঙ্গে রাখবেন। কারণ আপনাকে বিকাশ কাস্টমার ম্যানেজার আপনাকে বেশ কিছু প্রশ্ন করা হবে যে প্রশ্নের উত্তর গুলো আপনার আইডি কার্ডে রয়েছে। আপনি যদি বিকাশ কাস্টমার ম্যানেজারের সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে একটা টেম্পোরারি পিন নাম্বার দেওয়া হবে। এই পিন নাম্বারটি ব্যবহার করে আপনি আপনার নাম্বারটি সহজে পরিবর্তন করতেন করতে পারবেন। 

পিন রিসেট করার নতুন নিয়ম 

বর্তমানে বিকাশ আপনার ভুলে যাওয়া পিন নাম্বার অথবা ব্লক হয়ে যাওয়া পিন নাম্বার রিসেট করার নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মে আপনাকে আগের মত কাস্টমার কেয়ারে ফোন করে কাস্টমার মেরেজের সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে হবে না। এখানে জাস্ট আপনি শুধু কাস্টমার কেয়ার নাম্বার 16247 ডায়াল করুন। 

এরপর আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে। আপনার ভাষা সিলেক্ট করার পর আপনাকে আপনার 9, 11, 13 digital আইডি নাম্বারটি লিখে (12345678932#) করুন। এবার আপনাকে আপনার লেনদেনের ধরন যেমন সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ বিদ্যুৎ বিল পেমেন্ট অথবা কোন ট্রানজেকশন নেই এসকল তথ্য সিলেক্ট পড়তে বলবেন। এগুলোর মধ্যে আমরা যে ধরনের লেনদেন করা রয়েছে সেই নাম্বারটি লিখুন। 

এরপর আপনি কত টাকা লেনদেন করেছে সেটা জানতে চাওয়া হবে। এবার সেটা লিখতে হবে। আর আপনার যদি কোন ধরনের লেনদেন না থাকে তাহলে তো কোন সমস্যা নেই। আমরা সকল তথ্য ঠিকঠাক থাকলে আপনাকে একটি টেম্পুরারি পিন নাম্বার পাঠানো হবে। পিন নাম্বারটি ব্যবহার করে আপনি উপরের নিয়মে আপনার পিন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন।

শেষ কথা:  বিকাশ পিন পরিবর্তন করা সহজ দুটি নিয়ম।

বিকাশ পিন পরিবর্তন করার দুইটি নিয়ম সম্পর্কে লেখা লেখা আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুর উপকার অর্থে তাদেরকে শেয়ার করুন। শেয়ার করে তাদেরকেও বিকাশবিহীন পরিবর্তন করার দুটি নিয়ম সম্পর্কে জানতে সহযোগিতা করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url