ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন ২০২৪
ফরেক্স( FOREX ) কি ?
ফরেক্স হলো ইংরেজি দুটি শব্দ FOReiga EXchange (FOR+EX=FOREX)এর সংক্ষিপ্ত রূপ। ফরেক্স হলো একটি দেশের মুদ্রার Curency বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় করাকেই সাধারণত ফরেক্স বলা হয় ।
ফরেক্স ট্রেডিং কি?
আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন না কোন সময় ফরেস্ট ট্রেনিং করেছি। মনে করেন আপনি বাংলাদেশ থেকে ইউএসএ ঘুরতে গিয়েছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। আপনাকে কিছু টাকা অবশ্যই ডলারের কনভার্ট করে নিতে হবে। টাকা ডলার কনফার্ম না করলে আপনি সেখানে গিয়ে কোন কিছু কিনতে পারবেন না। এই যে আপনি টাকাকে ডলারে কনভার্ট করলেন এটা কেই। বলা হয় ফরেক্স ট্রেডিং।
ফরেক্সে লাভ বা ক্ষতি কিভাবে নির্ধারণ হয়?
মনে করো না একজন টুরিস্ট ইউএসএ থেকে ইউরোপে যাবে। ঘুরতে যাওয়ার আগে তাকে যেটা করতে হবে তোর ডলারগুলো কিছু ইউরোতে কনভার্ট করে নিতে হবে। এখন থেকে এই কনভার্ট করতে হলে অবশ্য তাকে কোন ব্যাংকে যেতে হবে। সে ব্যাংকে গিয়ে দেখল ইউরো এবং ইউএসডির convertion rate দেওয়া আছে
EUR/USD=1.2500
Exchange rate
1EUR=1.25 USD
10000 USD= 8000 EUR
আবার সেই ইউরোপ থেকে ইউএসএ ব্যাক করল। ব্যাক করে আসার সময় আবারো তাকে ইউরোকে ইউএস ডলারে কনভার্ট করে নিতে হবে। এবং যখন সে ব্যাংকে গেলে তখন দেখল যে তার ডলার রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে। ধরে সেটা নিম্ন।
EUR/USD=1.2600
Exchange rate
1EUR=1.26 USD
8000 EUR= 10080 USD
আশা ও যাওয়ার ক্ষেত্রে হিসেব করে দেখা গেল যে সে ৮০ ইউ এস ডলার লাভ করে ফেলল।
অনুরূপভাবে সে যদি দেখত তার ডলারের রেট নিম্নরূপ হয়েছে তাহলে।
EUR/USD=1.2500
Exchange rate
1EUR=1.25 USD
10000 USD= 8000 EUR
সময় যদি সে দেখে তার ডলার রেট কমে গিয়েছে তাহলে
EUR/USD=1.2400
Exchange rate
1EUR=1.24 USD
8000 EUR= 9920 USD
ডলারের এই রেট অনুসারে তার ৮০ ইউ এস ডলার লস হয়ে গেল।
সুতরাং উপরের দুটি উদাহরণ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে লাভ বা ক্ষতি এটা নির্ভর করে এক্সচেঞ্জ রেট এর উপরে। এক্সপেন্সের রেটের উপর নির্ভর করে ফরেক্সের লাভ বা ক্ষতি নির্ধারণ করা হয়ে থাকে।
এক্সচেঞ্জ রেট পরিবর্তনের কারণ
সাধারণত বিভিন্ন ধরনের কারণের জন্য এক্সচেঞ্জ রেট পরিবর্তিত হয়। এক্সচেঞ্জ ওয়েট পরিবর্তনের কারণগুলোর মধ্যে হল
- মুদ্রার চাহিদা (Demand) এবং যোগানের (Supply) তারতম্য।
- মুদ্রার সুদের হার (Interest Rate).
- মুদ্রাস্ফীতি (Inflation).
- সরকারের নীতি (Government Policy)
- কর্মসংস্থানের অবস্থা (Employment)
- আমদানি ও রপ্তানির চাহিদা ( Imports and Exports)
কিভাবে সহজে ফরে ক্স ট্রেডিং করা যায়?
সাধারণত বাস্তব জীবনে আমরা ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বুদ্ধিটা বিনিময় বা ফরেক্স করে থাকি।কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা যখন ফরেক্স ট্রেডিং করব তখন বারবার প্রাতিষ্ঠানিক সংগঠনগুলো থেকে এইরকম বিনিময় করা সম্ভব নয়।
সব সময় যাতে সহজেই ফরেক্স ট্রেডিং করা যায় এজন্য বিভিন্ন ব্রোকার আমাদেরকে অনলাইন এ মুদ্রা বিনিময় করার সুযোগ দিয়ে থাকে।একটি বিশ্বস্ত ব্রেকারে অ্যাকাউন্ট খুলে খুব সহজে অনলাইনে ফরেক্স ট্রেডিং করা যায়।
ব্রোকার আমাদেরকে যেসব সুবিধা দিয়ে থাকে।
- আমাদেরকে সব সময় অনলাইনে মুদ্রা কেনাবেচার সুযোগ দেয়।
- সব সময় মুদ্রা এক্সচেঞ্জ রেটস জানতে আমাদের সাহায্য করে।
- বিভিন্ন ধরনের প্লাটফর্ম এর মাধ্যমে আমাদের ট্রেডিং এবং ট্রেড এনালাইসিস এর সুযোগ দেয়।
- যাতে আমরা ফরেক্স ট্রেডিং করতে পারি এই জন্য আমাদেরকে লেভারেজ দিয়ে থাকে।
এই লেভারেজ সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ লেভারেজ ব্যাপারটা সব সময় একটা কনফিউজিং ব্যাপার হয়ে থাকে। যখন আপনি একটা ব্রোকারে ট্রেট বা অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনাকে বলবে যে ১:১০, ১:২০০ ,১:৫০০ পরিমাণ লেভারেজ আপনাকে দিবে এবং আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনাকে অনেক বেশি লাভ দিবে। কিন্তু এর একটি উল্টা দিক রয়েছে। লেভারেজ বেশি হলে আমরা যেমন খুব দ্রুত লাভ হতে পারবেন ঠিক তেমনি লেভারেজ বেশি হলে আপনি খুব তাড়াতাড়ি ক্ষতির সম্মুখীন হতে পারেন।
লেভারেজ কি?
সাধারণত ফরেক্স এক্সচেঞ্জ রেট কারেন্সি পেয়ারের (Currency Pair ) মাধ্যমে প্রকাশ করা হয়।ফরেক্সে এক্সচেঞ্জ রেট এত তাড়াতাড়ি পরিবর্তনও হয় যে তাকে দশমিকের পর চার ঘর পর্যন্ত বিবেচনা করা হয়ে থাকে।
যেমন ইউরো এবং ইউএসডি এর মধ্যে এক্সচেঞ্জ রেট নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়।
EUR/USD=1.2500
Exchange rate
1 EUR=1.25 USD
এই রেটের কিছুক্ষণ পর আপনি এক্সচেঞ্জ রেট দেখতে পেলেন যে।
EUR/USD=1.2501
Exchange rate
1 EUR=1.2501 USD
এখানে দুইটি উদাহরণ লক্ষ্য করলে দেখা যায় যে চার নম্বর ডিজিটে গিয়ে শুধু এক পরিবর্তন হলো।
দশমিকের পর চার নম্বর ঘরের মান ১ পরিবর্তন হলে ফরেক্স এর ভাষায় তাকে এক পিপ পরিবর্তন বলা হয়ে থাকে। ফরেক্সে পিপ একটি কমন প্রচলিত ভাষা।
উপরের উদাহরণ টি আবারও দেয়া যাক
EUR/USD=1.2500
Exchange rate
1 EUR=1.25 USD
10000 USD = 8000 EUR
এই রেটের কিছুক্ষণ পর আপনি এক্সচেঞ্জ রেট দেখতে পেলেন যে।
EUR/USD=1.2501
Exchange rate
1 EUR=1.2501 USD
10000.8 USD = 8000 EUR
0.8 USD Profit
উপরের উদাহরণের আলোকে আমরা বলতে পারি যে
১ পিপ পরিবর্তনের জন্য
- ১০০০০ USD ইনভেস্ট করে আমরা ০.৮ USD লাভ করছি।
- ১০০০ USD ইনভেস্ট করে আমরা ০.০৮ USD লাভ করছি।
- ১০০০০০ USD ইনভেস্ট করে আমরা ৮ USD লাভ করছি।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতি হচ্ছে ইনভেস্ট করত অথবা ইউএসডি ইনভেস্ট করতো তাহলে তার এই ইউএসডি লাগতো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু ক্ষতি হচ্ছে এটার সাথে কতটুকু আমরা ইনভেস্ট করছি তার একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে। আপনার মূলধন যত বেশি হবে আপনার ইনভেস্ট করার ক্ষমতা তত বেশি হবে আপনার লাভ হবে না তত বেশি থাকবে। এটাই সাধারণত বোরকার ভোলা আপনাকে প্রমোট করার জন্য বলে থাকে। বাট এর উল্টে দিকটা কিন্তু কেউ কখনো আপনাকে বলে না। আপনার যত বেশি ইনভেস্ট করবেন আপনি ১ পিপের জন্য আপনার ক্ষতি হবার সম্ভাবনাও তত বেশি থাকবে।
এখন আসি এই লেভারেজ গুলান ব্রোকার কেন দিয়ে থাকেন। এর একটি মূল কারণ হলো, আমরা যারা প্রান্তিক ট্রেডার বা রিটেল ট্রেডার বাস্তবে তাদের কাছে এত বিশাল পরিমাণ মূলধন থাকেনা। আমরা দেখলাম যে ,১০০০০ USD ইনভেস্ট করে আমরা ০.৮ USD লাভ হল। এত টাকা ইনভেস্ট করার পর যদি আপনার এত কম টাকা লাভ হয়, তখন আপনি সাধারণত বলবেন এতটা ক্যানভেস্ট করে এত কম লাভ না করে আমি অন্য জায়গায় ইনভেস্ট করলে হয়তোবা বেশি লাভবান হবেন। সেই জন্য ব্রোকারগুলা আপনাকে এক প্রকার লেভারেজ বা ঋণ দিয়ে থাকে। ব্রোকাররা আপনার থ্রেট করার সুবিধার্থে আপনার জমানা মূলধনের ওপর রেইন নেওয়ার সুযোগ দিয়ে থাকে এরিয়ার ব্যবস্থাকে ফরেক্সের ভাষায় লেভারেজ বলা হয়।
কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন
ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে ?
ফরেক্স ট্রেডিং কি হালাল
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url