২টি নিয়মে আর এস খতিয়ান অনলাইন চেক
বর্তমানে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। এ সময়ের সবকিছুই প্রায় ডিজিটালের আওতায় ভুক্ত হয়েছে। সেই ডিজিটাল এর মধ্য থেকে ভূমি বিভাগও বাদ যায় নাই। এখন যদি আমরা আর এস খতিয়ানটি চেক করতে চান তাহলে আপনাকে আর কোন ভূমি অফিস বা তফসিল অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি বাড়িতে বসে থেকেই আপনি আপনার খতিয়ান নাম্বারটি চেক করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
২টি নিয়মে আর এস খতিয়ান অনলাইন চেক
আপনি যদি অনলাইনে আপনার খতিয়ানটি চেক করতে চান যে আর এস খতিয়ান ঠিক কার নামে বা বা ঐ খতিয়ানে কোন কোন দাগ নাম্বার অন্তর্ভুক্ত আছে এ সকল তথ্য জানতে চাইলে আপনাকে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হল আপনার খতিয়ান নাম্বার। আপনি যদি খতিয়ান নাম্বারটি জানা থাকে তাহলে ভিজিট করুন www.land.gov.bd.com এই ওয়েবসাইটে। ই পর্চা /eporcha এখানে ক্লিক করুন। অথবা আপনি সরাসরি eporcha.gov.bd লিখে সার্চ দিতে পারেন। সার্চ দিলে আমরা সামনে একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি কিছু তথ্য দিয়ে অতি সহজে আপনি আপনার খতিয়ান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন জানতে পারবেন।
খতিয়ান নাম্বার দিয়ে আর এস খতিয়ান অনলাইনে চেক করার নিয়ম
আমরা যদি অনলাইনে আর এস খতিয়ান চেক করতে চান । তাহলে নিম্নলিখিত ধাপ কোন অনুসরণ করলে আপনি অতি সহজে কোন ঝামেলা ছাড়াই আপনি আপনার কাঙ্খিত আর এস খতিয়ানের সকল তথ্য সহজে বের করতে পারবেন।
দ্বিতীয় ধাপ: আপনি যদি www.land.gov.bd.com সার্চ দিয়ে থাকেন তাহলে একটা পেজ আপনার সামনে ওপেন হবে। সেখান থেকে আপনি eporcha.gov.bd অথবা ই পর্চা যেকোনো একটাতে ক্লিক করুন। আর যদি আপনি সরাসরি eporcha.gov.bd অথবা ই পর্চা লিখে সার্চ দেন তাহলে আপনাকে আপনার কাঙ্খিত পেজে নিয়ে চলে যাবে।
তৃতীয় ধাপ: এবার আমরা সামনে যে পেজটি উপস্থিত হবে সেখান থেকে সার্ভে খতিয়ান সিলেক্ট করুন। তারপর আপনার সামনে বেশ কিছু আসবে সেটা হল আপনার বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ,মৌজা নং, এবং খতিয়ানের তালিকা।
চতুর্থ ধাপ: উপরে উল্লেখিত পেজটিতে আপনি আপনার বিভাগ আপনার জেলা আপনার উপজেলা আপনার যে ধরনের খতিয়ান দেখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। আমরা এখানে আর এস খতিয়ান দেখব তাই আর এস সিলেক্ট করব তারপর আপনার মৌজা নং এবং সর্বশেষ হচ্ছে আপনার খতিয়ানের তালিকা তে আপনার যে খতিয়ানটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই খতিয়ান নাম্বারটি লিখুন।
পঞ্চম ধাপ: এবার সকল কিছু তথ্য পূরণ করা হয়ে গেলে আপনি এবার খুঁজুন বাটুলে চাপ দিন। চাপ দিলে আপনার সামনে দেখতে পাবেন যে ওই আর এস খতিয়ানটি যার নামে চলছে বা প্রচলিত আছে সেটা দেখতে পাবেন।
ষষ্ঠ ধাপ: এবার এই ফলাফলের উপরে আপনি ডাবল প্রেস বা ডাবল ক্লিক করলে আপনি আর এস খতিয়ান সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারবেন যেমন ওই খতিয়ানটিতে কোন কোন দাগ অন্তর্ভুক্ত রয়েছে, দাগগুলোর শ্রেণী কি , দাগগুলোতে জমির পরিমাণ। যদি আপনি সকল তথ্যগুলো দেখতে না পান তাহলে আপনাকে অনলাইনে আর এস খতিয়ানটির জন্য আবেদন করে ডাউনলোড করতে হবে।
দাগ নাম্বার দিয়ে আর এস খতিয়ান চেক করার নিয়ম
আমাদের দেশ এখন কতটা উন্নত হয়ে গেছে ভাবুন একবার। আপনি যদি আপনার খতিয়ান নাম্বারটি ভুলে যান শুধু আপনার দাগ নাম্বারটি মনে থাকে তাহলে আপনি আপনার খতিয়ান নাম্বারটি অনায়াসে বের করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই দাগ নাম্বার দিয়ে খতিয়ান বের করার নিয়ম।
প্রথম ধাপ: www.land.gov.bd.com অথবা eporcha.gov.bd অথবা ই পর্চা লিখে গুগলে সার্চ দিন।
দ্বিতীয় ধাপ: আপনি যদি www.land.gov.bd.com সার্চ দিয়ে থাকেন তাহলে একটা পেজ আপনার সামনে ওপেন হবে। সেখান থেকে আপনি eporcha.gov.bd অথবা ই পর্চা যেকোনো একটাতে ক্লিক করুন। আর যদি আপনি সরাসরি eporcha.gov.bd অথবা ই পর্চা লিখে সার্চ দেন তাহলে আপনাকে আপনার কাঙ্খিত পেজে নিয়ে চলে যাবে।
তৃতীয় ধাপ: এবার আমরা সামনে যে পেজটি উপস্থিত হবে সেখান থেকে সার্ভে খতিয়ান সিলেক্ট করুন। তারপর আপনার সামনে বেশ কিছু আসবে সেটা হল আপনার বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মৌজা নং এবং খতিয়ানের তালিকা।
চতুর্থ ধাপ: উপরে উল্লেখিত পেজটিতে আপনি আপনার বিভাগ আপনার জেলা আপনার উপজেলা আপনার যে ধরনের খতিয়ান দেখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। আমরা এখানে আর এস খতিয়ান দেখব তাই আর এস সিলেক্ট করব তারপর আপনার মৌজা নং এবং সর্বশেষ হচ্ছে আপনার খতিয়ানের তালিকা এখানে নিচের দিকে দেখতে পাবেন অধিকতর অনুসন্ধান। চাপ দিলে বা ক্লিক করলে আপনি মালিকের নাম বা দাগ নাম্বার অপশন দেখতে পাবেন। এখানে আপনি যে দাগ নাম্বারের তথ্য জানতে চাচ্ছেন সেই দাগ নাম্বারটি লিখুন।
পঞ্চম ধাপ: আপনার দাগ নাম্বারটি লিখা হয়ে গেলে এবার খুঁজুন বাটুলে চাপ দিন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে খতিয়ান নাম্বার সহ ঐ কথাটি কার নামে প্রচলিত সেটা দেখতে পাবেন। এখন তো আপনার খতিয়ান নাম্বারটি জানা হলো এখন যদি আপনি আরো জানতে চান যে উক্ত খতিয়ানে আরো কোন কোন দাগ অর অন্তর্ভুক্ত আছেন তাহলে আপনি ডাবল চাপ বা ক্লিক করুন তাহলে আপনার সামনে বিস্তারিত তথ্য চলে আসবে।
উল্লেখ সহজে আপনি একই ভাবে বা একই ধাপগুলো অনুসরণ করে আপনা কারো নাম দিয়েও খতেন নাম্বার চেক করতে পারবেন। বিশেষভাবে মনে রাখবেন যে আপনি যার নামে খতিয়ান নাম্বার বের করতে চাচ্ছেন তার নামটি সঠিকভাবে লিখতে হবে কোন ধরনের সামান্য ভুল হলেও আপনি সেটা দেখতে পাবেন না।
আর এস খতিয়ান ডাউনলোড। ২টি নিয়মে আর এস খতিয়ান অনলাইন চেক
আপনার যদি অনলাইনে ডাউনলোড করতে চান তাহলে আপনার যে তথ্যগুলো জানা প্রয়োজন সেগুলো হলো।
- আপনার এনআইডি কার্ডের নাম্বার
- আপনার জন্ম তারিখ
- ইংরেজিতে আপনার নাম( যেভাবে আইডি কার্ডে লেখা থাকবে)
- আপনার মোবাইল নাম্বার
- আপনার ইমেল নাম্বার (বাধ্যতামূলক নয়)
- আপনার ঠিকানা
- যেকোনো ধরনের মোবাইল ব্যাংকিং নাম্বার
তাহলে চলুন ডাউনলোড করার ধাপসমূহ জেনে নেই।
দ্বিতীয় ধাপ: আপনি যদি www.land.gov.bd.com সার্চ দিয়ে থাকেন তাহলে একটা পেজ আপনার সামনে ওপেন হবে। সেখান থেকে আপনি eporcha.gov.bd অথবা ই পর্চা যেকোনো একটাতে ক্লিক করুন। আর যদি আপনি সরাসরি eporcha.gov.bd অথবা ই পর্চা লিখে সার্চ দেন তাহলে আপনাকে আপনার কাঙ্খিত পেজে নিয়ে চলে যাবে।
তৃতীয় ধাপ: এবার আমরা সামনে যে পেজটি উপস্থিত হবে সেখান থেকে সার্ভে খতিয়ান সিলেক্ট করুন। তারপর আপনার সামনে বেশ কিছু আসবে সেটা হল আপনার বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ,মৌজা নং, এবং খতিয়ানের তালিকা।
চতুর্থ ধাপ: উপরে উল্লেখিত পেজটিতে আপনি আপনার বিভাগ আপনার জেলা আপনার উপজেলা আপনার যে ধরনের খতিয়ান দেখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। আমরা এখানে আর এস খতিয়ান দেখব তাই আর এস সিলেক্ট করব তারপর আপনার মৌজা নং এবং সর্বশেষ হচ্ছে আপনার খতিয়ানের তালিকা তে আপনার যে খতিয়ানটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই খতিয়ান নাম্বারটি লিখুন।
পঞ্চম ধাপ: এবার সকল কিছু তথ্য পূরণ করা হয়ে গেলে আপনি এবার খুঁজুন বাটুলে চাপ দিন। চাপ দিলে আপনার সামনে দেখতে পাবেন যে ওই আর এস খতিয়ানটি যার নামে চলছে বা প্রচলিত আছে সেটা দেখতে পাবেন।
ষষ্ঠ ধাপ: এবার এই ফলাফলের উপরে আপনি ডাবল প্রেস বা ডাবল ক্লিক করলে আপনি আর এস খতিয়ান সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারবেন যেমন ওই খতিয়ানটিতে কোন কোন দাগ অন্তর্ভুক্ত রয়েছে, দাগগুলোর শ্রেণী কি , দাগগুলোতে জমির পরিমাণ। যদি আপনি সকল তথ্যগুলো দেখতে না পান তাহলে আপনাকে অনলাইনে আর এস খতিয়ানটির জন্য আবেদন করে ডাউনলোড করতে হবে।
সপ্তম ধাপ: এবার আপনি খতিয়ান আবেদন অপশনটিতে ক্লিক করুন।
অষ্টম ধাপ: ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেই পেজের সাধারণত দুইটি অংশে বিভক্ত। উপরের অংশ সঠিকভাবে পূরণ করার পরেই কেবল মাত্র নিচের অংশে কাজ করতে পারবেন। তাই মনোযোগ দিয়ে পেজটি পূরণ করুন।
নবম ধাপ: এর প্রথম অংশে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, আমরা জন্ম তারিখ, আপনার নাম, জাতীয় পরিচয় পত্র অনুসারে এবং আমার মোবাইল নাম্বার লেখা হলে যোগফল প্রদান করুন সেখানে আপনি যোগফল লিখে যাচাই করুন বাটনের ক্লিক করুন। আপনার সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনাকে দেখাবে ঠিক হয়েছে। এবার ওকে বাটনে ক্লিক করুন।
দশম ধাপ: এবার এই পেইজের দ্বিতীয় অংশের কাজ। আপনার যদি ইমেইল নাম্বার থাকে তাহলে দিতে পারেন না দিলেও কোন সমস্যা নেই। এবার ঠিকানা নিচে আপনার ঠিকানাটি পূরণ করুন। আবেদনের ধরন নির্বাচন করুন। আমরা যেহেতু অনলাইন কপি নিবো তাই অনলাইন কপি সিলেট করব। এর নিচে আপনি ফ্রি পরিশোধের মাধ্যম দেখতে পাবেন। এখানে আপনি যে মাধ্যমে ফ্রি পরিশোধ করবেন সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে যোগফল প্রদান করুন এর নিজের ফাঁকা ঘরে যোগফলটি লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন।
একাদশ ধাপ: এখানে আপনার ফ্রি পরিশোধের মাধ্যমে নাম্বারটি দিবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে ফ্রি পরিশোধ করবো তাই আমি আমার বিকাশ নাম্বারটি দিলাম। নাম্বারটি লেখা হয়ে গেলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন।
দ্বাদশ ধাপ: এবার আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ছয় সংখ্যার একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই নাম্বারটি এখানে লিখে কনফার্ম বাটনে ক্লিক করুন।
ত্রয়োদশ ধাপ: এবার যে পেস্ট ওপেন হবে সেখানে আপনার পেমেন্ট মাধ্যমে পিন নাম্বারটি লিখে কনফার্ম বাটনে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট সফল হয়েছে বলে আপনাকে দেখাবে এবং আপনার আর এস খতিয়ান অনলাইনে ডাউনলোড হয়ে যাবে।
এছাড়া যদি আপনার নাগরিক কর্নারে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেখানে লগইন করলেই হয়ে যাবে। আপনাকে বারবার এত কষ্ট করে ফর্মটা পূরণ করা লাগবে না।
শেষ কথা: ২টি নিয়মে আর এস খতিয়ান অনলাইন চেক
আশা করি আপনি আর্টিকেলটি পড়ে এখন আপনি নিজে নিজেই অনলাইনে আপনার দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার দিয়ে আপনার কাঙ্খিত খতিয়ানের সকল তথ্য যাচাই করতে পারবেন। প্রয়োজন হলে আপনি অনলাইনের মাধ্যমে সেটা ডাউনলোডও করতে পারবেন যেটা আপনার বিভিন্ন ধরনের কাজে আসবে। সার্টিফাই কপির জন্যও আবেদন করতে পারবেন যেটা আপনাকে কয়েকদিনের মাধ্যমেই ডেলিভারি দেওয়া হবে।
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url