আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
15 টি উপায় বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম ও আয় বাড়ানোয় নিয়মআপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫। মানুষের জীবনে প্রিয়
মানুষের অভাব নেই। তবে সকলেই আবার প্রিয় হয়। না আবার কিছু কিছু মানুষ থাকে
স্পেশাল। মাঝে মাঝে মনে হয় এই স্পেশাল লোক গুলো শুধু আপনার জন্যই পৃথিবীতে
জন্মগ্রহণ করেছেন। সেজন্য তাদের জন্মদিনে আপনার মনে তাদেরকে শুভেচ্ছা ও দোয়া করা
বা শোনা যায়নি।
এখন আপনি হয়তো ভাবছেন এই সকল স্পেশাল আপনি কি শুভেচ্ছা বা দোয়া করবেন। আপনি যদি
আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি আপনার প্রিয় মানুষের জন্মদিনের
শুভেচ্ছা ও দোয়া ২০২৫ জন্য একটা বিশাল তালিকা পেয়ে যাবেন। আপনি সেখান থেকে
বাছাই করে আপনার প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানান। তাহলে চলুন জেনে নেই আপনার
স্পেশাল মানুষের জন্য কিছু স্পেশাল বার্তা ও দোয়া।
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন,
শুভ হোক পথচলা,
অটুট হোক কথাবলা,
শুভ হোক তোমার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,
শুভ জন্মদিন।
আমি জানি আমার মতো বন্ধু পেয়ে তুই নিজেকে অনেক ভাগ্যবান মনে করিস।
আমি ও তোকে পেয়ে একটু একটু ভাগ্যবান মনে করি তবে বেশি না।
তবে চিন্তা করিস না তোকে ছেড়ে যাবো না।
শুভ জন্মদিন দোস্ত।
You are the reason my smile is happy. (আমার হাসি খুশি থাকার কারণ তুমি)
I will always be by your side in your pursuit of enlightened perfection.
(তোমার আলোকিত পূনর্তার জীবনের প্রচেষ্টায় পাশে সবর্দা পাশে থাকবো তোমার হয়ে)
My Dear Love, Many Many Happy Returns Of The Day.( আমার ভালোবাসার এই দিনটি বার
বার ফিরে আসুক)
Today is a very happy day because today is your happy birthday. (আজকের এই
দিনটা অনেক খুশির দিন আনন্দের দিন কারণ আজ তোমার শুভ জন্মদিন)
Happy birthday My sweet Heart. ( শুভ জন্মদিন ওগো প্রিয়তমা)
May Allah bless and happiness for the day. (আজকের এই দিনটির জন্য আল্লাহ তোমাকে
সুস্থ রাখুক)
All the happiness in my face is for you. (আমার সকল হাসি তোমার জন্য)
আকাশে অনেক তারা চাদ দিচ্ছে আলো,
জন্মদিনের মতন তুমি,
সদাই থেকো ভালো শুভ জন্মদিন।
সমুদ্রের গভির থেকে নয়,
নিলীমার নীল থেকে নয়,
সাগরের জল থেকে নয়,
অন্তরের গভীর থেকে বলছি শুভ জন্মদিন।
যেদিন তুই ল্যাংটো ছিলি সেদিনই তোর বন্ধু ছিলাম,
যেদিন তুই প্যান্ট পড়তে শিখলি সেদিনও তোর পাশে ছিলাম।
আজও আছি সেই পাশাপাশি,
জিবনের শেস দিনও বন্ধু তোকেই ভালোবাসি,
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন বন্ধু দোয়া করে দিলাম,
তুই একটা শাকচুন্নির মত সুন্দরি বউ পাবি।
তোর জন্য ভালোবাসা, আর উপহার লক্ষ গোলাপ জুই,
শত দিন পরেও বন্ধু থাকবি পাশে তুই,
শুভ হোক প্রতিদিন শুভ জন্মদিন।
শুভ ফয়দা দিবস বন্ধু।
জন্মদিনের গিফটটা চাইলে ট্রিটটাও সময় মত দিয়ে দিও।
তুমি জন্মে আমার যে ক্ষতিটা করেছো ট্রিটের সাথে সেই ক্ষতিপূরণও চাই।
শুভ জন্মদিন বন্ধু।
আজ এই বিশেষ দিন উপলক্ষে তোমার পকেট ফাকা করবো আমরা।
পালিয়ে লাভ নেই।
গর্তে ঢুকলেও খুজে বের করবো।
শুভ জন্মদিন বন্ধু।
এভাবেই সারাজীবন পিছুন থেকে বাশ দিয়ে যাও!
আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
! Happy Birthday bondhu !
বান্ধবীর জন্যর শুভেচ্ছা। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
বছর ঘুরে আজ এলো এমন একটি দিন আজ তোর জন্মদিন,
ভালো থাকিস শুভ জন্মদিন।
Aফর আমি
B ফর বলছি
C ফর চুন্নি
D ফর ডাইনি
E ফর ইবলিশ
F ফর ফকিন্নি
G ফর গাধি
H ফর Happy Birthday To You.
আজকের এই দিন,
তোমার জন্য হোক রঙিন।
! শুভ জন্মদিন !
সকাল থেকে সন্ধ্যা,
তোমার জন্মদিন হোক উজ্জ্বল,
জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
! শুভ জন্মদিন !
আজ বারোটায়,
একটু খানি কাটিয়ে
ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
! শুভ জন্মদিন !
প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
তোমার জন্মদিন এর জীবনটা হোক সুন্দর।
যেন না আসে দুঃখ কোনদিন।
শুভ হোক তোমার প্রতিটি জন্মদিন।
আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন চলার তৌফিক দান করুক।
সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক।
শুভ জন্মদিন প্রিয়।
আজকের এই শুভদিনে শুভক্ষণে সারা পৃথিবী যেন সুশোভিত হয়ে সাজানো রয়েছে,
কারণ আজকে তোমার জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা ,
শুভ জন্মদিন ।
তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ,আজকে এই দিনটা তোমার।
তাই আজকের দিনটা আনন্দের সাথে উপভোগ কর।
শুভ জন্মদিন।
নতুন সকাল , নতুন দিন,
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
! শুভ জন্মদিন !
আজকের এই সময়টা,
শুধু তোমার জন্য আর
কারো নয়।
! শুভ জন্মদিন !
আজকে আমার পৃথিবীর মধ্যে সবথেকে কাছের
এবং পছন্দের মানুষের জন্মদিন
আর এই জন্মদিনে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া।
সারা জীবন ভালো থাকুন এই আশাই করি।
আজকে তোমার জীবনে বিশেষ একটি কারণ তুমি এই দিনে জন্ম নিয়েছিলে।
মনে কি পড়ে পূর্বের জন্মদিনে দিয়েছিলাম তোমায় একটি লাল গোলাপ।
আশা করি সে গোলাপের পাপড়িগুলো শুকিয়ে
তোমার জন্মদিন এর জীবনটা হোক সুন্দর।
যেন না আসে দুঃখ কোনদিন।
শুভ হোক তোমার প্রতিটি জন্মদিন।
আজকের এই জন্মদিন তোমার অন্যান্য জন্মদিনের চেয়ে একটু আলাদা হবে।
তোমার সব স্বপ্নগুলো বড় হবে, আর যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে।
তোমার শুভ জন্মদিনে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা।
তোমার জন্মদিনের সব আশা গুলো পূরণ হোক।
তুমি সব সময় সুখে থাকো এটাই করি কামনা, শুভ জন্মদিন।
আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন চলার তৌফিক দান করুক।
সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক।
শুভ জন্মদিন প্রিয়।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি,
হাজার হাজার বছর ধরে তোমার জন্মদিন ফিরে আসুক,
শুভ জন্মদিন।
তোমার জন্য প্রার্থনা করি,
১২ মাস আনন্দের,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের !
! শুভ জন্মদিন !
জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
! শুভ জন্মদিন !
রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা,
আমার মনে একটি আশা,
দিবো তোমায় ভালোবাসা।
! HAPPY BIRTHDAY !
তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
! শুভ জন্মদিন !
আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়ে
! শুভ জন্মদিন !
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
! Happy Birthday !
রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
! শুভ জন্মদিন !
Janu
কোন রাজার সিংহাসনথেকে নয়,
হিমালয়ের পাদদেশথেকে নয়।
৭ সমুদ্র ১৩ নদীর ওপাড়থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির
থেকে জানাই শুভ জন্মদিন।
মা-বাবার জন্য জন্মদিনের শুভেচ্ছা। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
বাবা, তোমাকে শুভেচ্ছা,
বিশেষ এই দিনটির মতোই
আমার জীবনের বিশেষ মানুষ তুমি।
! শুভ জন্মদিন বাবা !
মা জননী চোখের মনি
অসিম তোমার দান.
খোদার পরে তোমার আসন
আসমানের সমান,
ত্রিভুবনে তোমার মত হয় না
কারো মান,
! শুভ জন্মদিন মা !
প্রথম স্পর্শ “মা”
প্রথম পাওয়া “মা”
প্রথম শব্দ “মা”
প্রথম দেখা “মা”
আমার জান্নাত তুমি “মা”
! শুভ জন্মদিন মা !
“মা” দিয়ে মাসজিদ,
“মা” দিয়ে মাদ্রাসা,
“মা” দিয়ে মাদিনা,
“মা” দিয়ে মাক্কা,
সো “মা” কে কেউ কষ্ট দিয় না,
! শুভ জন্মদিন মা !
জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকতে আসেনা।
আজ এই দিনে তুমি আল্লাহর ইচ্ছায় আমাদের মাঝে এসেছিলে।
আবার তার ইচ্ছাতেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।
যতদিন বেঁচে আছো মহান আল্লাহর দাসত্ব করে যাও।
তাহলে চিরস্থায়ী সুখের সন্ধান পাবে।
আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে হাজার হাজার শুকরিয়া
আরো একটি বছর তোমায় পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছেন।
যতদিন বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করুন।
আমীন।
আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন।
আজকের এই দিনে পৃথিবীর মুখ
আলো করে তুমি জন্ম নিয়েছিলে।
আরো হাজার বছর বেঁচে থাকো।
মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি।
দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র
মনে করে ততদিন আল্লাহর দয়ায় বেঁচে থাকবে
তিনি তোমাকে সৎ পথে চলার তৌফিক দান করুন।
একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো।
আজকের দিনে যেমন তুমি পৃথিবীতে এসেছিলে
মৃত্যু ও অপেক্ষা করছে এমন ই কোনো এক দিনে
এটা মনে রেখে পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করতে হবে।
আল্লাহ তোমাকে নেক আমল করার তৌফিক দান করুন।
আমীন।
আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো,
সর্বদা সত্যের পথে থেকে।
মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল অর্জন করো।
মহান সৃষ্টিকর্তা আজকের এই দিনটি যেন আরো শতবার
তোমার জীবনে নিয়ে আসে।
আমীন।
আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে গড়েছে,
তোমার বাহ্যিক সৌন্দর্যের থেকেও যেনো আত্মিক সৌন্দর্য বেশি হয়।
সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
বড় ভাই বোনদের জন্মদিনের শুভেচ্ছা। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
তিনি আমাকে তোর মতো একটা নেক আমল কারীনি বোন দান করেছেন।
আজ তোর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ছোট বোন আমার।
শুভ জন্মদিন ছোট বোন আমার,
দোয়া করি বোন জীবনে মানুষের মতো মানুষ হও।
আর আল্লাহ তায়ালার দেওয়া আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা কর।
আল্লাহ যেনো সেই তৌফিক তোমাকে দান করেন।
! শুভ জন্মদিন বনু !
জীবনে অনেক অনেক সুখী হও,
সব ইচ্ছেগুলো পূরণ হোক,
এই কামনায় করি।
আর হ্যা ভালো করে পড়াশুনা করো
”””’না হলে””’
কিন্তু তোমার জন্য ভালো বর পাবোনা।
এটা মাথায় রেখো।
আল্লাহ যেমন করে আমাদেরকে তোর মতো একটা কিউট ছোট বোন দান করে খুশি করেছেন।
দোয়া করি সেই আল্লাহ যেনো তোর জীবনকে সুন্দর ও উজ্জ্বল করে দেন।
জন্মদিনের শুভেচ্ছা নিস বোন।
আমার দেখা পৃথিবীর সবচেয়ে চঞ্চল ও দুষ্টু মেয়েটির জন্মদিন আজ।
শুভ জন্মদিন ছোট বোন আমার এবং জন্মদিনের শুভেচ্ছা নিস।
সৃষ্টি জগতের সবচেয়ে মধুর ভালোবাসা হচ্ছে ভাই বোনের ভালোবাসা,
আর আমার সেই আদরের ছোট বোন আছে।
আজ আমার সেই আদরের ছোট বেনের জন্মদিন।
শুভ জন্মদিন বোন আমার।
বাবা মায়ের পর,
সবচেয়ে আপন বলে যাকে জেনেছি,
সেই মানুষটি হচ্ছো তুমি দিদি।
আর আজকে তোমার জন্মদিনে,
তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।
! শুভ জন্মদিন দিদি !
শুভ জন্মদিন ভাই আমার। সুন্দর হোক তোর আগামী দিনের পথ চলা।
পূর্ণতা পাক তোর প্রতিটি মনের আশা। সব সময় হ্যাপি থাকবি।
হ্যাপি বার্থডে ভাই।
তোর সাথে আমার রক্তের সম্পর্ক,
তুই যদি ভালো থাকিস তবে আমিও ভালো থাকবো।
সারা জীবন এভাবেই দুজনে দুজনের পাশে থাকবো।
শুভ জন্মদিন ব্রাদার।
তোর জীবনে এই দিনটি বারবার আসুক।
ভাই তোর জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
তুই সব সময় ভালো থাক এবং সুখে থাক।
শুভ জন্মদিন কলিজার ভাই।
শুভ রজনী শুভ দিন,
আমার প্রিয় ভাই আজকে তোমার জন্মদিন।
জন্মদিনে কি বা দিবো তোমায়,
এক বুক ভালবাসা ছাড়া,
কিছুই দেওয়ার নেই আমার।
! শুভ জন্মদিন প্রিয় ভাই !
বিপদে আপদে সবসময় তাকে কাছে পাই, সে আর কেউ নয়,
সে আমার একমাত্র কলিজার ভাই।
আজকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাই।
শুভ জন্মদিন ভাই।
তুই আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষদের একজন।
তোকে অনেক ভালোবাসি ।
শুভ জন্মদিন , আমার প্রিয় ছোট ভাই!
তনয়ের মত উজ্জ্বল হও।
তটিনীর মত চঞ্চল হও।
অম্বর এর মত করে উদার হও।
আর ঢেউয়ের মতন হও উচ্ছল।
! শুভ জন্মদিন ভাই !
জন্মদিনের কবিতা। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
জন্মদিনের দিনে বাড়ছে খুশি
বাড়ছে সুখের আলো
আমি বন্ধু ভালোই আছি
তুমিও থাকো ভালো,
‘শুভেচ্ছা তোমায় ভালো থেকো
আজকে তোমার জন্মদিন,
জীবন ভর সুখে থেকো
বাজুক অমরণ সুখের বীন”
“দূর থেকে জানাই
ভালোবাসা তোমায়
তোমার জন্মদিনে
বারে বার আসুক এদিন
তোমার জীবনে।
” ভুলে যাও সব গ্লানি
আজ তোমার জন্মদিন
নতুন করে শুরু করো
মুছে দিয়ে সব ক্লান্তির ঋণ”
” আজ তোমার জন্মদিনে
কি দেবো তোমায় উপহার
সুখের মালা বরণডালা
নাকি কোন স্বর্ণ হার,
তোমার মাঝে পেয়েছি আমি
অপরূপ এক সুন্দরী,
রুপে নয় তো শুধু গুনেও তুমি সুন্দরী।
“ জন্মদিনের শুভেচ্ছা জানাই
হে অপরূপা,
পূর্ণ হোক তোমার সফলতা
পূর্ণতাই তোমার পূর্ণিমা,
” জাদুর কাঠি রুপার কাঠি
না আনতে পেরেছি জন্য
স্বর্ণ কাঠি তোমার জন্য,
আজ এই জন্মদিন-এর
শুধু আনতে পেরেছি একরাশ
ভালোবাসা তোমার জন্য”
আরোও পড়ুনঃ ১৩০+ হুমায়ুন ফরিদীর উক্তি
” জন্মদিন মানে আনন্দ
তাই দিনটি নিজের জন্য
আনন্দঘন করতে অন্যকে
খুশি করতে দিনটিকে ব্যাহত করুন
এতে আপনার জন্মদিন স্মরণীয় হয়ে থাকবে।
” আপনি জীবনে শুধুমাত্র একবার তরুণ,
কিন্তু অপরিপক্কতা চিরকাল। শুভ জন্মদিন।
জন্মদিনের অভিনন্দন।
” এটা তোমার জন্মদিন!
আমরা কামনা করি যে
তুমি জীবনে যা চাও
তা তোমার কাছে আসে
ঠিক যেভাবে তুমি এটি কল্পনা করেছিলে বা আশা করেছিলে।
শুভ জন্মদিন।
” জন্মদিনে তোমার জন্য করি
দীর্ঘায়ু কামনা,
পূরণ হোক তোমার
জীবনের সকল বাসনা।
শুভ জন্মদিনের শুভেচ্ছা উক্তিসমুহ। আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
” জন্মদিনে মনটা আনন্দে ভরে যায়
কাছে পেতে চায় সব আপন জনকে
সবার ভালবাসায় সিক্ত হয়ে
আরেকটি বছর পার করার
শক্তি সঞ্চিত হয়ে যায়
ভালোবাসার আলোয় ঘিরে থাকে
পুরো দিনটি আর মনে হয়
ইস প্রতিটি দিন যদি হতো জন্মদিন এর মতো।
” জন্মদিনের শুভেচ্ছা কুড়ানোর পর
তোমাকে সব সময় তোমার
বাবা মাকে ধন্যবাদ জানানো উচিত
তাদের বলা উচিত হে পিতা মাতা
তোমার কারনে দেখেছি ধরণী
এসেছে এই দিনে পৃথিবীতে
তোমার কারনে বেঁচেছি এত বছর
তোমার দেওয়া সুখের বৃষ্টিতে।
” মিষ্টি সোনা ছোট্ট পরী আজ তোমার জন্মদিন।
বড় হয়ে তুমি শুধাবে আমার সকল ঋণ
ভালোবাসায় সিক্ত করে তোমায় করছি বড়
বৃদ্ধকালে তুমি আমায় দেবে সুখের আলো।
শুভ জন্মদিন
”শুভ জন্মদিন প্রিয়,
আজকের এই দিনটা শুধু তোমার জন্য,
আজকের দিনে সব কেক-ভালবাসা-হাগ
ওপৃথিবীর সবখুশির যোগ্য একমাত্র তুমি।
তাই আজকের দিনটা উপভোগ করে কাটাও”
জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয়,জীবনে গুরুত্বপূুর্ণ বেচে থাকা।
তাই যখন জন্মদিন আসে তখন সেই বছরের জন্য কৃতঞ্জ হন।
শুভ জন্মদিন ডিয়ার।
এই দিনটা আমার কাছে সকল সময় ব্রাইট এবং সুন্দর
কারণ আমার জীবনের ভালবাসা এই দিনে জন্মগ্রহন করেছে।
হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার।
তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ
,আজকে এই দিনটা তোমার।
তাই আজকের দিনটা আনন্দের সাথে উপভোগ কর।
শুভ জন্মদিন।
”আপনার বিশেষ দিনে-আমি আপনাকে শুভ কামনা করি,
আমি আশা করি এই দুর্দান্ত দিনটি আপনার রিদয়কে আনন্দ এবং আর্শীবাদ পূর্ণ করবে”
”আজকে তোমার জন্মদিন,আর এই বিশেষ দিনে
আমার তরফ থেকে তোমাকে অনেক ভালবাসা ও প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি”
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম হোক তোমার জীবন,
পূরণ হোক তোমার প্রতিটি আশা বেঁচে থাক হাজার বছর ধরে।
শুভ জন্মদিন
আজকের এই দিনে সবকিছু হোক নতুন কর,
সুখের স্মৃতিগুলো থাক কাছে দুঃখগুলো যাক দূরে,
জরাজীর্ণ অতিতটাকে রেখো না আর মনে,
নব উদ্যোগে কাজ করা নতুন এই দিনে।
শুভ জন্মদিন।
” দিন যায় দিন আসে,
বছর যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি ভালো দিনের,
আর আমি বন্ধু আশায় থাকি তোমার জন্মদিনের।
শুভ জন্মদিন
‘ স্বপ্নগুলো সত্যি হোক তোমার
দূরে চলে যাক সকল নিরাশা
জন্মদিনের এই দিনটার মত কাটুক সারা জীবন
এটাই আমার আশা।
শুভ জন্মদিন।
” পেছনে ফেলে দাও সব দুঃখ
ঝেরে নাও সকল অভিমানের বোঝা
তোমার এই জন্মদিনে রইলো
আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা”
” সুখের দিনগুলো চলে যায় এভাবেই
কিন্তু তোমার জন্মদিন বার বার আসুক
তোমার জীবনে বয়ে জক সুখ আর
সফলতার অপরিসীম ঢেউ
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায়
জেনে রাখ আমি তোমার আপন কেউ ‘
আজ তোমার জন্মদিন,,,
জীবন হোক তোমার রঙিন,,,
সুখ যেন না হয় বিলীন,,,
দুঃখ যেনো না আসে কোনদিন,,,
🌹💚শুভ জন্মদিন💚🌹
সুন্দর এই ভূবনে,,,
সুন্দর জীবন হোক তোমার।
পূরণ হোক প্রতিটা স্বপ্ন,
প্রতিটা আশা,
বেচে থাক হাজার বছর নিয়ে সকলের ভালোবাসা।
🖤🎂শুভ জন্মদিন🎂🖤
অভিমানের মেঘ ভাষিয়ে দাও অনেক দূরে,,,
মন খারাপের দিনটা তোমার না আসুখ ফিরে।
দুক্ষগুলো দাও উরিয়ে ঐ আকাশের নীরে,,,
অসীম সুখ বয়ে আসুখ তোমার জীবন জুড়ে।
❤️🌺শুভ জন্মদিন🌺❤️
” হাজার গোলাপের শুভেচ্ছা রইল তোমার জন্মদিনে,
প্রতিবছর যাক তোমার জন্মদিনের প্রতিটি ক্ষণ সুখের প্রহর গুনে গুনে।
” এই দিনে পৃথিবীতে এসে তুমি করেছ পৃথিবীতে আলো,
তোমার থেকে নয়কো আমার কাছে আর কেউ ভালো,
তোমার সফলতা চাই আমি প্রতি ক্ষণে ক্ষণে,
তোমাকে তোমার জন্মদিনের ভালোবাসা জানাই আমি মনে মনে,
” হাজার বছর বেঁচে থাকো
প্রতিবছর জানাবো তোমায় শুভ জন্মদিন“
” অবশেষে, তোমার বিশেষ দিনটি ঘনিয়ে এসেছে।
নতুন বছরকে টেঁনে নিতে এবং
পুরাতন বছরকে বিদায় জানাতে সবাই আজ একত্রিত।
শুভ জন্মদিন।
” আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে,
পাওয়া না পাওয়ার হিসাব টা না হয় আজ রেখে দিও,
জীবন থেকে চলে যাওয়ার একটি বছরের জন্য আফসোস না করে
নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও। শুভ জন্মদিন।
শেষ কথাঃ আপনার প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫
আপনার স্পেশাল মানুষদের সম্পর্কে লিখিত আপনার প্রিয় মানুষের জন্মদিনের
শুভেচ্ছা ও দোয়া ২০২৫ আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নিকটস্থ
বন্ধুদেরও এদের স্পেশাল মানুষদের স্পেশাল কিছু বার্তা পাঠানোর সুযোগ করে দেওয়ার
উদ্দেশ্যে তাদের নিকট আর্টিকেলটি শেয়ার করুন। এবং এ বিষয়ে যদি আপনি আরো কিছু
জানতে চান বা মনে হয় যে আরো কিছু যোগ করলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে
ভুলবেন না।
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url