ভালোবাসার রোমান্টিক ছন্দ ও স্ট্যাটাস

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ২০২৫ভালোবাসার রোমান্টিক ছন্দ ও স্ট্যাটাস। আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভাল আছেন। আপনারা যারা নতুন প্রেমে পড়েছেন বা আপনারা সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস দেওয়ার চিন্তাভাবনা করছেন। 
ভালোবাসার রোমান্টিক ছন্দ ও স্ট্যাটাস

তারা হয়তো বা তারা হয়তো বা বুঝতে পারছেন না যে আপনি কোন ধরনের ছন্দ বা স্ট্যাটাস দিবেন। অথবা ছন্দ ও স্ট্যাটাসের নতুন কোন আইডি আপনার মাথায় আসছে না। আপনার এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে আমরা। আপনি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন
 তাহলে আপনি ভালোবাসার রোমান্টিক ছন্দ ও স্ট্যাটাস এর একটি লম্বা লিস্টে দেখতে পাবেন এর থেকে আপনি আপনার মনের মত স্ট্যাটাসটি বেছে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার বান্ধবী। আপনার বন্ধু-বান্ধবের কাছে আপনার নিজেকে প্রমাণ করুন যে আপনি কত বড় ছন্দকার। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।

ভালোবাসার রোমান্টিক ছন্দ ও স্ট্যাটাস

বিদায় বাণী লিখলাম
আজ হৃদয়ের কালি দিয়ে
মৃত্যু পথের যাত্রী হলাম
বুক ভরা ব্যথা নিয়ে।

হারানো দিন বুঝি আসবে না ফিরে
মন কাঁদে স্মৃতির তরে।

আকাশের মেঘ তুমি
বাতাসেরে বেগে যেওনা ভেসে,
নয়ন জড়ানো স্মৃতি তোমার
আরতি তোমার সকল দেশে।
পাত্র দিলাম চুমু দিলাম দিলাম অশেষ প্রীতি
ভরিয়ে রাখতে তোমার বুকে আমার ছন্দ স্মৃতি।

এসে গেলাম চলে গেলাম রেখে গেলাম স্মৃতি
ভালোবাসা করা কেবল দুনিয়ার রীতি।

ভালোবাসার ছন্দ

কেউ ভুলেনা কেউ তুলে ,
অতীতের দিন স্মৃতি,
কেউ দুঃখ লয়ে কাঁদে
কেউ বুলিতে গায় গীতি।

তবু স্মৃতি যদি ফুলি ক্ষনতারে আনো কাজে,
কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে।

জয়প্রিয় চলে চিরদিনের ধরে,
স্মৃতিটুকু রেখে দিও তোমার অন্তরে।

ভুলে যদি সুখী হও ভুলে যাও মোরে,
তোমার স্মৃতি চিরদিন রাখবো বাহু ডোরে।

বুকের কাছে যদি জমে উঠে মেঘ,
কান্নায় ধুয়ে মুছে যায় চোখের কাজল
তখনই আমাকে ভেব তুমি
টেনে নিও স্মৃতি আঁচল।
নন্দিনী রায় বাঘিনী কথায় কথায় হাসে,
তোমার চিঠি এলে আমায় ধরে ঠাসে।

আকাশ ভরা চন্দ্র তারা খোদা তালার দান
আমার মনে সবার উপরে তোমার স্থান।

ভালোবাসার রোমান্টিক ছন্দ

পুরুষ জাতি ভ্রমর অতি, মধু খাবার আসে
হাজার কথায় মন ভুলিয়ে মিথ্যা ভালোবাসা।

তোমরা সবাই ভুলে গেছো মল্লিকাদের নাম,
বুক ভরা ভালবাসার কেউ দিল না দাম।

আমার কথা তুমি রাখিও স্মরণে,
তুমি ছাড়া আর কেউ নাই ত্রিভুবনে।

কেমন করে থাকি আমি প্রিয় তোমারে ছাড়িয়া,
আমারে তুমি রেখা দিও সত্বর আসিয়া।

যাহারে ভালোবেসে তুমি চাহো না মোরে,
মোরে আসি যেন তাহারে রূপ ধরে।

ও পাখি উড়ে যাও পত্রখানি নিয়া,
ভালোবাসা পাইলে আসিও ফিরে।
আশায় আশায় ঘর বেঁধেছি আশায় ফোটে ফুল,
আষাঢ় মাঝে জীবন মরণ আশায় সুখের মূল।

শোন শোন ইয়া ইলাহি, আমার মোনাজাত
তোমারি নাম যবে যেন হৃদয় দিবস রাত।

দেখো আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে।

ভালোবাসার ছন্দ কবিতা

মোর বুক ভরা কি আশা,
ছিল প্রাণ ভরা ভালবাসা,
মোর মুখে সরিলো না ভাষা।

রয়েছে দ্বীপ না আছে শিখা,
এই ছিল মোর কপালে লিখা।

প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কি কেমনে ধরা পড়ে কে জানে।

কি লয়ে গর্ব করি ব্যর্থ জীবনে,
ভরা গৃহে শূন্য আমি তোমার বিহনে।

প্রেমের হাতে ধরা দিব তাই রয়েছি বসে,
অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষী,
আমার মাঝে তোমার লীলা হবে,
তাইতো আমি এসেছি এই ভাবে।
কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও না,
তোমারে না দেখিলে,
আমার ভালো লাগেনা।

জীবনের প্রথম বাঁকে যে
কোকিল প্রথম ডাকে,
সেই হোক না কুৎসিত কালো,
সে আমার জীবনের আলো।

জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্র মাসে পাকে তাল
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।

আকাশ ভরা লক্ষ তারা মিটি মিটি হাসে,
ঘুমের ঘরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।

কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও না,
তোমারে না দেখিলে,
আমার ভালো লাগেনা।

নতুনদের ভালোবাসার কবিতা

লাভ মানে ছলনা,
ইউ মরে ভুলনা,
ইউ ইজ মাই কামনা।

নাইস তোমার চেহারা
সুইট তোমার হাসি
সত্যি করে বললাম আমি
তোমায় ভালোবাসি।

বন্ধু তোমায় দিলাম রুমাল
যত্ন করে রেখো।
আমার কথা মনে হলে
রুমাল খুলে দেখো।

যাহা চায় ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না।
চোখের জলে নুন ঝরে না,
নুন ঝরে ঘামে,
ফিনকি দিয়ে চিঠি যখন
এল নীল খামে।

জীবনটা যদি কাঠ পেন্সিল
দিয়ে লেখা কবিতা হতো।
তাহলে রাবার দিয়ে মুছে
নতুন করে লিখা হতো।

দুঃখ আমার জন্ম সূত্র
থেকে পাওয়া সম্পদ
তাই সুখের চেয়ে দুঃখকে
আমি বেশি ভালোবাসি।

সোনার গাছে রুপার পাতা
ভুলিও না আমার কথা
টাকা পয়সার কয়েক দিন
ভালোবাসা থাকবে চিরদিন।

বিশ্রাম কাজেরই একটা অঙ্গ
একই সাথে গাঁথা
নয়নের অংশ যেমন নয়নের পাতা।

প্রাণ থাকলে প্রাণে হয় বাট
মন না থাকলে মানুষ হয় না।

তুমি দাঁড়িয়ে বারান্দায়
কি যেন বলতে চাও,
কাছে এলে কেন দূরে সরে যাও।

ভালোবাসার ছন্দ কবিতা

এমন চাঁদের আলো
মরি যদি সেও ভালো
যে মরণ স্বর্গের সমান।

মহুয়ার মালা গলে
কে তুমি এলে?
নয়ন ভুলানো রূপে কে তুমি।
যতবার পরাজয় ততবার কহে,
আমি ভালবাসি যারে
সে কি কভু আমার হতে দূরে যেতে পারে।

প্রেমরথ্য ছোট ঘর বা জ্বলন্ত সিগারেট,
তুমি আমার ভালোবাসার টার্গেট।

যে গান কানে যায় না সোনা,
সে গান কোথায় নিত্য বাজে,
প্রাণের বিনা নিয়ে যাব
সেই অতলের স্বভাব মাঝে।

কাকে পাড়ে ডিম কোকিলে বাধে বাসা
চিঠির জবাব না দিলে খাও মোর মাথা।

আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ
চুপে চুপে করবো প্রেম
জানবে না তো কেউ।

আকাশেতে তুমি মোর সোনালী আলো
জানি না তোমায় কেন লেগেছে এত ভালো।

পান খাইতে স্বাদ লাগে না
স্বাদ লাগে তার চুনে
সুন্দরেতে মন ভরে না
মন ভরে তোরে গুনে।

শেষ কথাঃ ভালোবাসার রোমান্টিক ছন্দ ও স্ট্যাটাস

ভালোবাসার রোমান্টিক ছন্দ ও স্ট্যাটাস আর্টিকেলটি যদি আপনি এখনো মনোযোগ দিয়ে না পড়েন তাহলে আপনি এখনি আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলুন। আপনি যদি আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে ভালবাসার ছন্দ কবিতা নতুনদের জন্য ভালোবাসার কবিতা স্ট্যাটাস সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন

 যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। পরিশেষে যদি আপনাদের আমাদের আর্টিকেলটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই মন্তব্য করবেন এবং আপনার বন্ধুদের নিয়ে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url