রবি মিনিট চেক 2025
বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অপারেটর হচ্ছে রবি। রবির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এর উন্নত ধরনের সেবা এবং সর্বনিম্ন কলরেট সুবিধার জন্য। রবি সিমের অনেক কাস্টমার রয়েছে যারা তাদের সিমের নাম্বারও দেখতে জানে না।
এমনকি তাদের মিনিট চেক করতে পারে না। তাদের সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনি যদি মনোযোগ সহকারে আমাদের আর্টিকেল পড়েন তাহলে আপনি রবি সিমের আনতে-প্রান্ত সকল কিছু তথ্য জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
রবি সিমের নাম্বার চেক
মোবাইল ব্যবহারকারীদের প্রিয় অপারেটর হল রবি। যারা নতুন সিম কিনেছেন কিন্তু তারা সিমের নাম্বার জানেন না অথবা যাদের সিম আছে অনেক যেদিন যাবত ব্যবহার করার হয়নি বলে সিমের নাম্বারটি ভুলে গিয়েছেন। তাহলে আপনি এখন কিভাবে আপনার নাম্বারটি দেখবেন। কিন্তু আপনি সঠিক নিয়মটি জানেন না কিংবা অনেকের কাছে জানার চেষ্টা করেছেন কিন্তু তারা বলতে পারেনি। তাদের সমাধান হলো আপনি আপনার মোবাইল এর কিবোর্ড থেকে *2# অথবা *১৪০*২*৪#ডায়াল করুন তাহলে আপনি আপনার সিমের নাম্বারটা দেখতে পাবেন।
রবি সিমের ব্যালেন্স চেক
আপনার রবি সিমে ব্যালেন্স রয়েছে কিনা সেটা জানার জন্য আপনি ব্যাকুল হয়েছেন কিন্তু জানতে পারছেন না যে আপনি কিভাবে আপনার রবির ব্যাজলেন্স দেখবেন। আপনার মোবাইলের কিবোর্ড থেকে*২২২# টাইপ করে ডায়াল করুন তাহলে আপনি আপনার রবি সিমের ব্যালেন্স দেখতে পারবেন।
রবি সিমের মিনিট চেক
বাংলাদেশের যত মোবাইল অপারেটর রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মিনিট প্যাক সরবরাহ করে রবি। আপনি রবি সিমের মিনিট প্যাক কিনেছেন কিন্তু আপনি জানেন না যে আপনার আর কত মিনিট রয়েছে? আপনার রবি সিমে কত মিনিট হয়েছে সেটা জানার জন্য আপনার মোবাইলে কিবোর্ড থেকে *২২২*৩# অথবা *২২২*৯# টাইপ করে ডায়াল করুন। কিছুক্ষণের মধ্যে আপনি আপনার রবি সিমে আর কত মিনিট হয়েছে সেটা দেখতে পাবেন।
রবি সিমের সকল শর্ট কোড
গ্রাম বাংলার মানুষের প্রিয় মোবাইল সিম অপারেটর রবির সকল তথ্য জানার জন্য নিচের ডেবলটি জানুন।
রবি
সিমের অফারের নাম |
রবি
সিমের শর্ট কোড নাম্বার |
রবি
নাম্বার দেখার কোড |
*২#
অথবা *১৪০*২*৪# |
রবি
সিমের ব্যালেন্স চেক করতে ডায়েল করুন |
*২২২# |
রবির
কাস্টমার কেয়ার নাম্বার |
১২১ |
রবি
সিমের মিনিট চেক করার কোড |
*২২২*৩#
অথবা *২২২*৯# |
রবি
সিমের সকল অফার |
*৯৯৯# |
রবি
সিমের নাম্বার চেক করার কোড |
*১৪০*২*৪# |
রবি
সিমের ইন্টারনেট প্যাকেজ কোড |
*৪# |
রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক |
*৩#
অথবা *৮৪৪৪*৮৮# অথবা *২২২*৮১# |
রবি
সিমের ইন্টারনেট সেটিং করার কোড |
*৫# |
রবি
সিমের SMS চেক করার কোড |
*২২২*২#
অথবা *২২২*১৩# |
রবি
সিমের সকল প্যাকেজ চেক করতে ডায়েল |
*১৪০*১৪# |
শেষ কথা : রবি মিনিট চেক 2025
রবি মিনিট চেক 2025 নিয়ে লেখা আর্টিকেলটি যদি আপনি মনোযোগ দিয়ে ভালো করে পড়েন তাহলে আপনি রবি সিম সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন। যেমন কিভাবে আপনি আপনার সিমের নাম্বার দেখবেন, আপনার মোবাইলের ব্যালেন্স দেখবেন, আপনার মিনিট চেক করবেন সহ আরো অন্যান্য বিষয়। তাই আপনি যদি আমাদের আর্টিকেলটি এখনো না পড়ে থাকেন তাহলে এখনই পড়ে ফেলুন এবং রবি সিমে বস হয়ে যান। আমাদের আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের নিকটস্থ বন্ধুদের নিকট শেয়ার করুন।
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url