বাংলালিংক নাম্বার দেখার কোড 2025

আপনি হয়তো সকলের প্রিয় সিম বাংলালিংক ব্যবহার করছেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি এই বাংলালিংক সিমের নাম্বারটি জানেন না। যখন আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আপনার নাম্বারটি দিতে চান তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। 
বাংলালিংক নাম্বার দেখার কোড 2025
অথবা আপনি আপনার মোবাইলে ব্যালেন্স আছে কিনা আপনার মিনিট আছে কিনা আপনার এমবি আছে কিনা এ সকল ছোটখাটো বিষয় জানার জন্য আপনার কিছু শর্ট কোর্স এর প্রয়োজন যেগুলো বাংলালিংক সিম কোম্পানি কাস্টমারের জন্য ক্রিয়েট করেছেন। তাহলে চলুন জেনে নেই বাংলালিংক সিম কোম্পানির বিভিন্ন ধরনের শর্ট কোড এবং তার কার্য বলি।

ভূমিকা

বাংলাদেশে বর্তমানে যতগুলো মোবাইল সিম কোম্পানি রয়েছে তাদের মধ্যে সকলের প্রিয় সিম কোম্পানি হল বাংলালিংক সিম কোম্পানি। আপনি এই বাংলালিংক সিম কোম্পানির সিমটি ব্যবহার করে খুব সহজেই এবং কম খরচে আপনি আপনার নিকটস্থ বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিনিময়ও করতে পারেন। 

সকলের এই কোম্পানিটি কাস্টমারের সুবিধার জন্য কিছু শর্ট কোড সিস্টেম চালু করেছে। যে শর্ট কোড গুলো কাস্টমারগন ব্যবহার করে বিভিন্ন ধরনের সুযোগ-সবিধা উপভোগ করতে পারেন। এ শর্ট কোড গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড, মিনিট কেনার শর্ট কোড ,মিনিট দেখার শর্ট কোড, এমবি কেনার শর্ট কোড, 

এমবি দেখার শর্ট কোড, এমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার শর্ট কোড, এমার্জেন্সি এমবি নেওয়ার শর্ট কোড, এসএমএস কেনার শর্ট কোড, এসএমএস দেখার শর্ট কোড, কাস্টমার কেয়ার সার্ভিস শর্ট কোড সহ আরো বিভিন্ন ধরনের কোড সেবা রয়েছে। যেগুলো কাস্টমারের কাছে বাংলালিংক সিমকে আরো বেশি প্রিয় করে তুলেছে।

বাংলালিংক সিমের নাম্বার চেক

বাংলাদেশে যত গুলো মোবাইল সিম কোম্পানি রয়েছে তার মধ্যে সকলে প্রিয় সিম হল বাংলালিংক। সকলের প্রিয় এই সিমের নাম্বার অনেকেই ভুলে যায়। ফলে অনেক সময় তারা তাদের নিকট কোন আত্মীয়কে তার নাম্বার বলতে পারেনা কিংবা ফ্লেক্সিলোড করার সময় তার সিমের নাম্বারটি বলতে পারেনা। এমন অবস্থায় আপনার যদি প্রয়োজন বোধ করেন। 

তাহলে আপনি আপনার ফোনের কিবোর্ড থেকে টাইপ করুন *511#. এই কোডটি টাইপ করার ডায়াল বাটনে চাপবে। ডাল বাটনের চাপ দেওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত সিমের নাম্বারটি দেখতে পাবেন। তবে অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আপনার নাম্বারটি না আসতেও পারে। সে ক্ষেত্রে আপনি আবার কোডটি টাইপ করে ডায়াল করুন।

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার উপায়

আপনি সকলের প্রিয় সিম বাংলালিংক ব্যবহার করছেন কিন্তু আপনি যখন কল করতে যাচ্ছেন তখন মোবাইল কোম্পানি আপনাকে বলছে যে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ব্যালেন্স চেক করার প্রয়োজন বোধ করেন। কিন্তু আপনি ব্যালেন্স চেক করার কোডটি জানেন না। আপনার এই সমস্যার সমাধান নিয়েই উপস্থিত হয়েছে আমরা। 

আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে *124# করতে টাইপ করে ডায়াল বাটনে চাপ দেন। আপনি যখন *124# কোনটি টাইপ করে ডাল বাটনের চাপ দিবেন তার কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। আপনি আপনার মোবাইলের সিমে কত টাকা আছে সেটা দেখতে পাবেন এবং আরো দেখতে পাবেন সেই টাকার মেয়াদ কতদিন আছে সেটাও। তাহলে আপনি *124# নাম্বারে ডায়াল করে আমি খুব সহজেই আপনার সিমের ব্যালেন্স জানতে পারবেন।

বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম

আপনি কি আপনার নিকট আত্মীয় বা কাছের বন্ধু অথবা জরুরি কোন জায়গায় ফোন করবেন কিন্তু আপনার মোবাইলে কোন ব্যালেন্স নেই। এবং আপনার জন্য এই কলটি করা খুবই জরুরী এবং আপনি কাছে কোথাও আপনার সিমের রিচার্জ করতে পারবেন না। আপনার এমন পরিস্থিতিতে সহযোগিতা করার জন্য বাংলালিংক সিম কোম্পানি ইমার্জেন্সি ব্যালেন্স এর সিস্টেম চালু করেছে। 

এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিবেন? আপনার যদি বাংলালিংক এর এই ছোট্ট শট কোটি মনে রাখেন তাহলে আপনি খুব সহজেই banglalink সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। কোড নাম্বারটি হল *121*5#. আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে *121*5# এই কোডটি ডায়াল করে। 

আপনি খুব সহজেই আপনার বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন। আপনি যখন পরবর্তীতে আপনার বাংলালিংক সিমে রিচার্জ করবেন তখন আপনার সেই রিচার্জ থেকে ইমার্জেন্সি ব্যালেন্স এর টাকাটি কেটে নেবে বাংলালিংক সিম কোম্পানি।

বাংলালিংক সিমে মিনিট কেনার উপায়

অন্যান্য সিম কোম্পানির মত বাংলালিংক সিম কোম্পানিতেও মিনিট কেনার শর্ট কোর্ট রয়েছে। আপনি যদি বাংলালিংক সিমে মিনিট প্যাক কিনতে চান তাহলে আপনি আপনার মোবাইল এর কিবোর্ড থেকে *888# এই কোড টাইপ করে ডায়াল করুন। আপনি যখন *888# টাইপ করে ডায়াল করবেন তখন আপনার সামনে মিনিট প্যাক কেনার জন্য বেশ কিছু অপশন দেখতে পাবেন। 

সেখানে আপনি টাকার পরিমাণ এবং মিনিটের পরিমাণ দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দমত প্যাকটি কিনে নিন এবং মন খুলে কথা বলুন। এছাড়া আপনি মাই বাংলালিংক অ্যাপস ব্যবহার করেও বিভিন্ন মিনিট প্যাক কিনতে পারবেন।

বাংলালিংক সিমে মিনিট চেক করবেন যেভাবে

আপনি ইতিমধ্যে বাংলালিংক সিমে মিনিট কেনার উপায় বা শর্ট কোর্ট টি জেনেছেন। এবার অবশ্যই আমাদের জানা উচিত যে আপনি সেই মিনিটটি দেখবেন কি করে। আপনি যদি আপনার মিনিট প্যাকটি দেখতে চান তাহলে আপনার মোবাইলের কিবোর্ড থেকে *১২১*১০০# অথবা *১২১*১০০*১*১# শর্ট কোটটি লিখে ডায়াল করুন তাহলে banglalink সিম কোম্পানি আপনাকে ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে আপনার কত মিনিট অবশিষ্ট রয়েছে এবং তার মেয়াদ কতদিন রয়েছে সেটা আপনাকে জানিয়ে দেবে। আপনি আপনার স্মার্টফোনে মাই বাংলালিংক অ্যাপস এর মাধ্যমেও আপনি আপনার মিনিট এর ব্যালেন্স দেখতে পারেন।

বাংলালিংক সিমে এমবি কেনার উপায়

আপনি যদি বাংলালিংক সিমে এমবি কিনতে চান তাহলে আপনার মোবাইলের কিবোর্ড থেকে *5000# টাইপ করে ডায়াল করেন। *5000# কোডে ডায়াল করার পর আপনার সামনে এমবি কোনার বিভিন্ন ধরনের ছোটখাটো প্যাকেজ এর অপশন দেখতে পাবেন। প্যাকেজগুলো থেকে আপনি আপনার পছন্দমত প্যাকেজটি নিয়ে নিন এবং আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন।

বাংলালিংক সিমে ইমারজেন্সি এমবি নেওয়ার উপায়

আপনি অনলাইনে আপনার বাংলালিংক সিমের ডাটা থাকা অবস্থায় আপনার প্রয়োজনীয় কিছু জিনিস দেখছেন বা পড়ছেন এমন অবস্থায় যদি আপনার এমবি শেষ হয়ে যায় সে ক্ষেত্রে আপনার কাজটিতে ব্যাঘাত ঘটে। আপনার এ সকল পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলালিংক সিম কোম্পানি আপনাকে ইমার্জেন্সি এমবি দিয়ে থাকে। 

আপনি যদি এমার্জেন্সি এমবি নিতে চান তাহলে আপনার আপনার মোবাইলের কিবোর্ড থেকে *875# টাইপ করে ডায়াল করুন। আপনি *875# টাইপ করে ডায়াল করার পর আপনাকে বাংলালিংক সিম কোম্পানি একটি মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে তারা কত এমবি আপনাকে ধার দিয়েছে। এভাবে আপনি খুব সহজে banglalink সিম কোম্পানি থেকে এমবি ধার নিতে পারবেন।

বাংলালিংক সিমে এমবি দেখার নিয়ম

আপনি যদি আপনার বাংলালিংক সিমে আপনার কত এমবি আছে সেটা দেখতে চান তাহলে আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে ডায়াল করুন *5000*500#. আপনি যখন উক্ত শর্ট কোডটি লিখে ডায়াল করবেন তখন আপনাকে একটি শুটকি মেসেজের মাধ্যমে বাংলালিংক সিম কোম্পানি আপনাকে জানিয়ে দিবে যে আপনার কত এমবি আছে এবং সেই এমবির মেয়াদ কতদিন রয়েছে।

বাংলালিংক সিমে যেভাবে sms কিনবেন

মোবাইলে যোগাযোগ করার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে তার মাধ্যমে একটি মাধ্যম হল sms এর সাহায্যে। এই এসএমএসটি যদি আপনি বাংলালিংক সিমে কিনতে চান তাহলে আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে *121*1013# এই শর্ট কোডটি লিখে ডায়াল করুন। আপনি যখন উক্ত শর্ট কোড লিখে ডায়াল করবেন তখন banglalink সিম কোম্পানি আপনাকে মেসেজ কিনার জন্য বিভিন্ন অপশন বা অফার শো করাবে। এ অফার গুলো থেকে আপনি আপনার পছন্দমত অফারটি ক্রয় করতে পারেন এবং আপনি আপনার মনের সুখে আপনার মনের মানুষের সাথে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

বাংলালিংক সিমে এসএমএস চেক করার উপায়

আপনি যদি আপনার বাংলালিংক সিমের এসএমএস চেক করতে চান তাহলে আপনার মোবাইলের কিবোর্ড থেকে *121*100# এইসব কোডটি লিখে ডায়াল করুন। আপনি যখন উক্ত ওই শর্ট কোডটি লিখে ডায়াল করবেন তখন আপনাকে একটি ফির ম্যাসেজ এর মাধ্যমে আপনাকে আপনার এসএমএস এর সংখ্যা এবং এসএমএস এর মেয়াদ জানানো হবে।

বাংলা লিংক সিমের কাস্টমার কেয়ার নাম্বার

কাস্টমার কেয়ার নাম্বার যে কোন কোম্পানির জন্য একটা খুবই প্রয়োজনীয়। এতে করে কাস্টমারগন তাদের যেকোনো সমস্যায় তাদের সাহায্য নিতে পারে। আপনি যদি আপনার বাংলালিংক সিমে কোন টেকনিকল সমস্যার মুখোমুখি হন সে ক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বলে খুব সহজেই আপনার সমস্যার সমাধানটি জেনে নিতে বা করে নিতে পারবেন। 

তাই আপনি যদি আপনার বাংলালিংক সিমের কোন টেকনিক্যাল সমস্যা সমাধান নিতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলালিংক সিমের কাস্টমার কেয়ার নাম্বারটি জানা খুবই প্রয়োজন। তাহলে চলুন জেনে নেই কাস্টমার কেয়ারের নাম্বার। কাস্টমার কেয়ার নাম্বারটি হল 121 । আপনি আপনার মোবাইলে থেকে 121 ডায়াল করে আপনার সমস্যার সমাধানটি সহজে করে নিতে পারবেন। 

বাংলালিংক ই-সিম কি? e-SIM

এই সিম এর ফুল মিনিং হলো এমবেটেড সিম ( Embedded SIM). বর্তমান সময়ে সিম কোম্পানিদের উন্নত ধরনের টেকনোলজি হচ্ছে ই সিম অর্থাৎ ফোনে install করা ভার্চুয়াল সিম সিস্টেম। যেটি আপনার স্মার্ট ফোনে , আপনার স্মার্ট ওয়াচ কিংবা ট্যাবলেট এমবেডেড করা রয়েছে। সাধারণ নরমাল সিম এবং ইসিমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই সিম যখন আপনি ব্যবহার করবেন তখন যেকোনো অপারেটরের নেটওয়ার্ক ব্যবহারের জন্য আপনার কোন ফিজিক্যাল চিপ এর প্রয়োজন হবে না। বর্তমান ডিজিটাল যুগে কাস্টমারদের জীবনযাত্রা আরও সহজ করার জন্য বাংলালিংক সিম কোম্পানি ই সিম সিস্টেম চালু করেছে যেটা তাকে আরো জনপ্রিয় করে তুলেছে।

বাংলালিংক ই-সিম যেখানে পাবেন

বাংলালিংক গ্রাহক গণ যদি ই-সিম পেতে চান তাহলে তারা তাদের নিকটস্থ যেকোনো বাংলালিংক কাস্টমার সেন্টারে গিয়ে খুব সহজেই ই-সিম মাইগ্রেট করে নিতে পারেন। ইসিফ সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি বাংলালিংক এর নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।

শেষ কথা:বাংলালিংক নাম্বার দেখার কোড 2025

বাংলালিংক নাম্বার দেখার কোড 2025 নিয়ে লেখাটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি বাংলালিংক সিমের বিভিন্ন ধরনের শর্ট কোড সম্পর্কে জানতে পারবেন। এই কোডগুলো আপনের যদি জানা থাকে তাহলে আপনি বাংলালিংক সিমকে খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন আপনার যে কোন প্রয়োজনে যেকোন ভাবে। 

তাই আপনি যদি আমাদের আর্টিকেলটি এখনো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত না পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলুন এবং বাংলালিংক সিমের বিভিন্ন ধরনের শর্ট কোড এর বস হয়ে যান। আমাদের আর্টিকেল যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের বন্ধুদের নিকট শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url