নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম। আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভাল আছেন। আপনি কে নগদের অ্যাকাউন্ট দেখার নিয়ম জানার জন্য অনেক চেষ্টা করছেন? আপনি কি জানতে চাচ্ছেন যে নগদে ক্যাশ আউট করে কিভাবে?
এবং নগদের পিন নাম্বারে বা রিসেট করে কিভাবে? আপনার সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে আমরা। যদি আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে এসব বিষয় ডিটেলস জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।
নগদের কোড নাম্বার
বাংলাদেশের খুবই একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম হল নগদ। নগদ সম্পর্কে জানেনা এমন মানুষ খুঁজে পাওয়ায় মুশকিল। আপনি গ্রামে থাকেন বা পৃথিবীর যেকোনো কোণায় আপনি খুব সহজেই নগদের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এখন বিষয় হল আপনি নগদের কোড নম্বরটি না জানলে আপনি কিভাবে নগদ সম্পর্কে জানবেন। তাহলে চলুন জেনে নেই আমরা নগদের কোড সম্পর্কে। নগদের কোড নাম্বার হলো *167# . আপনি এই নাম্বারে ডায়াল করে আপনি ম্যানুয়ালি নগদের সকল ফিচার যাচাই করতে পারবেন। তাহলে নগদের কোড নাম্বার হলো *167#.
নগদ একাউন্ট দেখার নিয়ম
প্রথম ধাপ|: *167# ডায়াল করুন
দ্বিতীয় ধাপ: এবার আপনার সামনে
যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেনcarrier inof এ লেখা দেখবেন
- 1. Cash out
- 2. Send Money
- 3, Mobile Recharge
- 4. Payment
- 5.Bill Pay
- 6 ,EMI Payment
- 7. My Nagad
- 8.PIN Reset
লেখা দেখবেন। আপনি যেহেতু নগদে আপনার অ্যাকাউন্ট দেখবেন তাই আপনি নিচের খালি ঘরে 7 লিখে Send বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেনcarrier inof এ লেখা দেখবেন
- 1. Balance Enquiry
- 2. Mini Stamement
- 3. Update Operation
- 4. Update Profit Status
- 5. Help Line
- 6. Allow New Device
- 7.Change Account Type
- 0. Main Menu
লেখা দেখবেন। আপনি যেহেতু নগদে আপনার অ্যাকাউন্ট এর ব্যালেন্স দেখবেন তাইদেখবেন তাই আপনি নিচের খালি ঘরে 1 লিখে Send বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন Enter PIN . অর্থাৎ এর নিচে যে ফাঁকা করা আছে সেখানে আপনি আপনার পিন নাম্বারটি লিখে Send বাটনে ক্লিক করুন।
Send বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার একাউন্টের ব্যালেন্সটি দেখতে পাবেন।
নগদে ক্যাশ আউট করার নিয়ম
প্রথম ধাপ|: *167# ডায়াল করুন
দ্বিতীয় ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেনcarrier inof এ লেখা দেখবেন
- 1. Cash out
- 2. Send Money
- 3, Mobile Recharge
- 4. Payment
- 5.Bill Pay
- 6 ,EMI Payment
- 7. My Nagad
- 8.PIN Reset
লেখা দেখবেন। আপনি যেহেতু নগদে আপনার অ্যাকাউন্ট দেখবেন তাই আপনি নিচের খালি ঘরে 1 লিখে Send বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন Enter Uddokta a/c Number
লেখা দেখবেন। আপনি যেহেতু ক্যাশ আউট করবেন তাই আপনি নিচের খালি ঘরে যে কোন দোকানে গিয়ে উদ্যোক্তা নাম্বারটি লিখে Send বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন Enter Amount লিখা দেখবেন অর্থাৎ খালি ঘরে আপনি যে পরিমাণ টাকা বের করতে চাচ্ছেন সেই টাকার অংকটি লিখে Send বাটনে ক্লিক করুন।
পঞ্চম ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে আসবে সেখানে আপনি carrier inof এ লেখা দেখবেন আপনার ক্যাশ আউট নাম্বার এবং আপনার টাকার পরিমান এবং এর নিচে লিখা দেখবেন Enter PIN . অর্থাৎ এর নিচে যে ফাঁকা করা আছে সেখানে আপনি আপনার পিন নাম্বারটি লিখে Send বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনার ক্যাশ আউট করা কমপ্লিট এবার আপনি আপনার ক্যাশ সংস্কৃত টাকাটি দেখে শুনে গুনে নিন।
অ্যাপস এর মাধ্যমে নগদে ক্যাশ আউট করার নিয়ম
প্রথম ধাপ: আপনার নগদ অ্যাপসটি ওপেন করুন। এবার আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে নগদ অ্যাপসটি লগইন করুন।
দ্বিতীয় ধাপ: লগইন করার পরে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে ক্যাশ আউট নামক অপশনটিতে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: এরপর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনাকে উদ্যোগে একাউন্ট নাম্বার দিতে বলবে। এখানে আপনি উদ্যোক্তা নাম্বারটি টাইপ করুন অথবা নিজের QR কোড স্ক্যানিং করুন।
চতুর্থ ধাপ: এবার আপনার সামনে যে পেস্ট ওপেন হবে সেখানে আপনি আপনার টাকার পরিমানটি দেন এরপর পরবর্তী পাঠনে ক্লিক করুন।
পঞ্চম ধাপ: এরপর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনার টাকা পরিমাণ এবং আপনার সেই টাকা ক্যাশ আউট করতে কত টাকা খরচ হবে সবকিছু ডিটেলস দেখতে পারবেন। এর নিচে লেখা দেখতে পাবেন পিন। অর্থাৎ এখানে আপনি আপনার পিন নাম্বারটি টাইপ করে বা লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপ: এবার আপনার সামনে যে পেজটিও মনে হবে তার নিচে লেখা দেখতে পারবেন ট্যাপ করে ধরে থাকুন এর উপর নগদের লোগো সহ একটি যে বৃত্ত দেখতে পাবেন এখানে ট্যাপ করে ধরে থাকুন।
ব্যাস আপনার ক্যাসেট করা কমপ্লিট।
ভুলে যাওয়া পিন রিসেট করার নিয়ম
প্রথম ধাপ: *167# ডায়াল করুন।
দ্বিতীয় ধাপ: এরপর আপনার সামনে যে পেস্ট ওপেন হবে সেখানে দেখতে পাবেন
- 1. Cash out
- 2. Send Money
- 3, Mobile Recharge
- 4. Payment
- 5.Bill Pay
- 6 ,EMI Payment
- 7. My Nagad
- 8.PIN Reset
লেখা দেখবেন। আপনি যেহেতু নগদে পিন রিসিভ করবেন তাই আপনি নিচের খালি ঘরে 8 লিখে Send বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ : এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন
- 1. Forget pin
- 2. Change pin
- 0. Main menu
আপনার যেহেতু আপনার ভুলে যাওয়া পেন্টি রিসেট করতে চাচ্ছেন তাই এক নম্বরে ফরগেট পিন লেখা আছে তাই নিচের খালি ঘরে এক লিখে send বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন Enter your Nagad registered NID or photo ID number here.
অর্থাৎ এখানে আপনি আপনার যে এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলেছেন সেই এন আই ডি নাম্বারটি লিখে send বাটনে ক্লিক করুন।
পঞ্চম ধাপ: এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন Enter 4 digits of your birth year(YYYY)
অর্থাৎ এখানে আপনি আপনার জন্মসাল লিখে send বাটনে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপ :এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন have you done any transaction in last 90 days.
- 1. Yes
- 2. No
অর্থাৎ এখানে আপনি শেষ ৯০ দিনের মধ্যে যদি কোন ধরনের লেনদেন করা থাকে তাহলে 1 অথবা যদি কোন ধরনের লেনদেন করা না থাকে তাহলে 2 নিচের খালি ঘরে লিখে send বাটনে ক্লিক করুন।
সপ্তম ধাপ :এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন
- pin setup
- Enter new pin
অর্থাৎ এখানে আপনি নতুন চার সংখ্যার পিন লিখে send বাটনে ক্লিক করুন।
অষ্টম ধাপ : এবার আপনার সামনে যে পেজ টিপে নেবে সেখানে আপনি দেখতে পাবেন carrier inof এ লেখা দেখবেন confirm new pin.
অর্থাৎ এখানে আপনি নতুন চার সংখ্যার পিন আবারো লিখে send বাটনে ক্লিক করুন। এইতো হয়ে গেল আপনার পিন নাম্বারটি রিসেট করা
নগদের ক্যাশ আউট চার্জ কত
সকলের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম হচ্ছে নগদ। আপনি ইতিমধ্যেই নগদের অ্যাকাউন্ট নাম্বার চেক করা বিষয়টি জেনেছেন। নগদের পিন রিসেট করার নিয়ম জেনেছেন। এখন হয়তো ভাবছেন যদি নগদের নগদের ক্যাশ চার্জ বিষয়টি জানা যেত তাহলে খুবই ভালো হতো। নগদের ক্যাশ আউট চার্জ সাধারণত আপনি যদি ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে ভ্যাটসহ হবে ১৫ টাকা। অপরদিকে আপনি যদি নগদ অ্যাপস ব্যবহার করে ক্যাশ আউট করেন সে ক্ষেত্রে আপনার খরচ পড়বে ১২.৫০ পয়সা যেটা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর চেয়ে অনেকটাই কম।
নগদে ক্যাশ আউট লিমিট
সকলের প্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম হচ্ছে নগদ। আপনি খুব সহজেই ক্যাশ আউট করতে পারবেন সেন্ড মানিও করতে পারবেন। তবে প্রতিটা জিনিসের যেমন একটা লিমিট রয়েছে ঠিক তেমনি নগদের ক্ষেত্রেও ক্যাশ আউটের ও সেন্ড মানের লিমিট রয়েছে। আপনি প্রতিদিন সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন এবং ২৫ হাজার টাকা সেন্ট মানি করতে পারবেন। এভাবে আপনি প্রতিদিন ক্যাশ আউট ও সেন্ট মানি মিলে সর্বমোট 50000 টাকা লেনদেন করতে পারবেন। আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি টাকা লেনদেন করতে পারবেন না।
শেষ কথা:নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে লেখা আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার লেখক তো বন্ধুদের নিকট শেয়ার করুন। এবং তাদেরকেও নগদ সম্পর্কে সবকিছু জানার সুযোগ তৈরি করে দিন।
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url