অনলাইনে মামলা দেখার উপায় 2025

বর্তমান বাংলাদেশ ডিজিটাল যুগ। প্রায় প্রতিটা সেক্টরে ডিজিটাল এর ছোঁয়া লেগেছে। এই ছোঁয়া থেকে বাদ যায়নি গুরুত্বপূর্ণ সেক্টর বিচার বিভাগ সেক্টর। এখন বর্তমানে অনলাইনে মাধ্যমে মামলার সকল তথ্যাদি জানতে পারছেন ঘরে বসে থেকেই। 

আর কোন ঝামেলা ছাড়া এবং আইনজীবীদের কাছে ধরনা দেওয়া ছাড়াই আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনের সাহায্যে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে বা অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আপনার মামলার সকল তথ্য জানতে পারছেন। আপনার মামলার সকল তথ্য জানার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পথ অনুসরণ করতে হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক যে আপনি কিভাবে অনলাইনে আপনার মামলা এর সকল তথ্য জানতে পারবেন সে বিষয় নিয়ে।

অনলাইনে আপনার মামলা দেখার নিয়ম

বাংলাদেশের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট ন্যায়বিচারের নিশ্চয়তার জন্য প্রযুক্তিগত কিছু উন্নতি সাধন করেছে। কি প্রযুক্তি গুলোর মধ্যে সর্বোত্তম হলো আপনাকে আর টাকা খরচ করে কোর্টে যেতে হবে না আপনার কোর্টে চলমান কেসের আপডেট জানার জন্য। এখন আপনাকে আর কোর্টে যেতে হবে না আপনার কাছে সর্বশেষ আপডেট জানার জন্য। 

এখন আপনি ঘরে বসে থেকেই আপনার কেসের আপডেট জানতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রি। আপনি এখন অনলাইনে মাধ্যমে আপনার মামলার নিম্ন ধরনের তথ্য এই নির্দেশনা বলে পেয়ে যাবেন যেমন আপনার মামলার শুনানির তারিখ কত, আপনাকে কোন তারিখে কোর্টে উপস্থিত হতে হবে এই সকল বিষয়।

আপনি যদি আপনার মামলার সকল তথ্য অনলাইনের মাধ্যমে জানতে চান তাহলে আপনাকে কিছু তথ্য জানা খুবই প্রয়োজন। সেই তথ্যগুলো হল আপনার মামলার নাম্বার, মামলার সাল, কোন বিভাগে আপনার মামলাটি হবে, কোন জেলায় হবে, কোন কোর্টে হবে এ সকল তথ্য যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজেই আপনি ঘরে বসেই কোন অ্যাডভোকেট সহায়তা ছাড়াই অনলাইনের মাধ্যমে জানতে পারবেন।

অনলাইন মামলা দেখার প্রয়োজন তথ্যগলো

আপনার যদি ঘরে বসে থেকে আপনার মামলার সকল তথ্যাদি জানতে চান তাহলে আপনাকে নিচে উল্লেখিত তথ্যগুলো জানা খুবই প্রয়োজন। আপনি যদি এই তথ্যগুলো না জানেন তাহলে আপনি অনলাইনে আপনার মামলা দেখতে পাবেন না। তাই আপনি যদি অনলাইনে আপনার মামলার সকল বিষয়ে জানতে চান তাহলে আপনাকে এই তথ্যগুলো সংগ্রহ করা বা জানা খুবই দরকার। তাহলে চলুন জেনে নেই আপনার মামলাটি দেখার জন্য কোন কোন তথ্য জানা প্রয়োজন।
  • আপনার মামলার আদালতের বিভাগ এবং জেলা ।
  • আপনার মামলাটি যে আদালতের চলছে তার নাম ।
  • আপনার মামলার নম্বর ।
  • আপনার মামলার সাল।
আপনার যদি উপরের এই তথ্যগুলো সঠিকভাবে জানা থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার ঘরে বসে থেকে আপনার স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে আপনার মামলার বিষয়ে সকল তথ্য দেখতে পাবেন।

অনলাইনে মামলা দেখার দুইটি উপায়

আপনি কোন অ্যাডভোকেটের কাছে বারবার ফোন দিয়ে অতিষ্ঠ না হয়ে আপনার যদি আপনার মামলা নাম্বার এবং মামলার সাল, আপনার মামলাটি কোন বিভাগে হবে এবং কোন কোর্টের আওতায় হবে এ সকল তথ্য যদি আপনি জানতে থাকে তাহলে নিম্নোক্ত দুটি উপায়ে আপনি আপনার মামলার সকল তথ্য জানতে পারবেন। উল্লেখ্য যে আপনি শুধু কোর্টের চলমান মামলার আপডেট জানতে পারবেন থানায় চলমান মামলার আপডেট জানতে পারবেন না।
এছাড়া আপনি যদি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের মামলার বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আপনি supreme court of Bangladesh অ্যাপস ব্যবহার করতে পারেন। এই অ্যাপস ব্যবহার করে আপনি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের যে কোন মামলার সকল তথ্য জানতে পারবেন।

মোবাইল অ্যাপস My Court এর মাধ্যমে

আপনি যদি কোন মামলার বাদী বা বিবাদী হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনটির মাধ্যমে সে মামলার সকল তথ্য পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে Google play store সেখান থেকে my court অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অতঃপর আপনি এসটের মাধ্যমে খুব সহজেই আমাদের নিম্নে উল্লেখিত ধাপ গুলো ফলো করে আপনার মামলার সকল তথ্য পেতে পারেন।

আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন তখন আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এ পেজ থেকে আপনি মামলা অনুসন্ধান নামক বাটনটিতে ক্লিক করুন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025
মামলা অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনার থেকে কিছু তথ্য জানতে চাওয়া হবে। সেই তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করুন। যে তথ্যগুলো জানতে যাওয়া হবে সেগুলো হল আপনার বিভাগ, জেলা, আপনার মামলাটি যে আদালতে চলছে সে আদালতের নাম এবং আপনার মামলার নাম্বার এবং সাল। সকল তথ্যগুলো সম্পূর্ণ পূরণের পর অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025
অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনি বাদী এবং বিবাদী নাম দেখতে পাবেন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025
এখানে যদি আপনি আরো কিছু বিস্তারিত দেখতে চান সে ক্ষেত্রে আপনি দেখুন বাটনে ক্লিক করুন। দেখুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে পেজটি উপনাবায় সেখানে আপনি আপনার মামলার তারিখ এবং আগামী দুই মাসের শুনানির তারিখ দেখতে পাবেন। 
অনলাইনে মামলা দেখার উপায় 2025
এভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলে my court অ্যাপসটি ডাউনলোড করে খুব সহজেই আপনার মামলার সকল তথ্য পেতে পারেন ।

Causelist.judiciary.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে

আপনি যদি আপনার মামলার সকল তথ্য দেখতে চান তাহলে আপনি সর্বপ্রথম Causelist.judiciary.gov.bd ওয়েবসাইটে ভিজিট করলে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে মামলার কার্যতালিকা ওয়েবসাইটে ক্লিক করুন। মামলার কার্যতালিকা ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে, সেই পেজের উপরের ডান কর্নারে মামলা অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025ডানপাশের মামলা অনুসন্ধান করুন বাটনে বৃক করার সাথে সাথে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। সেই পেজে প্রথমে আপনি আপনার বিভাগ , আপনার জেলা, আপনার মামলাটি যে আদালতের আওতায় রয়েছে সেই আদালতের নাম, আপনার মামলার নম্বর/সাল লিখুন। সকল তথ্য দেওয়া হলে পাশের অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025
অনুসন্ধান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে আপনি আপনার মামলার নম্বর এবং বাদী ও বিবাদী নাম দেখতে পাবেন। আপনি যদি আরো কিছু তথ্য বিস্তারিত জানতে চান তাহলে দেখুন বাটনে ক্লিক করুন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025দেখুন বাটন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে আপনি আপনার মামলার শুনানির তারিখ কার্য ক্রম এবং সংক্ষিপ্ত আদেশ ও আপনার মামলার বর্তমান অবস্থা কি সেটা দেখতে পাবেন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025
এভাবে আপনি যদি আমাদের উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই আপনার মামলার সকল তথ্য জেনে নিন নিজে নিজেই কোন আইনজীবীর সহযোগিতা ছাড়া এবং কোন টাকা পয়সার খরচ ছাড়া।

তারিখ অনুযায়ী মামলার কার্য তালিকা দেখার নিয়ম

আপনি যদি নিজে নিজে কোন আদালতে কতটি মামলা রয়েছে তার তালিকা দেখতে চান তাহলে আপনি নিচে দুইটি ধাপের যে কোন একটি অনুসরণ করতে পারেন।

আপনি প্রথমে Google play store থেকে my court অ্যাপসটি ডাউনলোড করতে পারেন অথবা Causelist.judiciary.gov.bd ভিজিট করে মামলার কার্যতালিকা নামক ওয়েবসাইটে প্রবেশ করুন। মামলার কার্যতালিকা ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরের ডান পাশের কর্নারে আদালত অনুসন্ধান করুন নামক বাটনে ক্লিক করুন
অনলাইনে মামলা দেখার উপায় 2025আদালত অনুসন্ধান করুন ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনি আপনার বিভাগ, আপনার জেলা, আদালতের ধরন, আপনি যে আদালতের তথ্য জানতে চাচ্ছেন সেটা নির্বাচন করুন, এবং সর্বশেষে আপনি যে তারিখের কার্যতালিকা দেখতে চাচ্ছেন সেই তারিখ লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025অনুসন্ধান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনি আপনার কাঙ্খিত তারিখের মামলার নাম্বার, তারিখ সহ ,কার্যক্রম এবং সংক্ষিপ্ত আরো কিছু তথ্য দেখতে পারবেন।
অনলাইনে মামলা দেখার উপায় 2025

শেষ কথা: অনলাইনে মামলা দেখার উপায় 2025

নাগরিকদের মামলা বিষয়ক সর্বাত্মক সহযোগিতা ও তথ্য যোগান এর উদ্দেশ্যে বর্তমানে এটাকে ডিজিটালের আওতায় আনা হয়েছে। এটি ডিজিটালের আওতায় আশায় নাগরিকগণ ঘরে বসে থেকেই এর ফল ভোগ করছেন এবং কোন ভোগান্তি ছাড়া নিজে নিজেই অ্যাপস এবং ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে তাদের প্রয়োজনীয় তথ্য কালেক্ট করছেন।অনলাইনে মামলা দেখার উপায় 2025 নিয়ে লেখা আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার কাছের বন্ধুদের নিকট শেয়ার করুন এবং পরিশেষে মন্তব্য করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url