নামজারি খতিয়ান অনুসন্ধান 2025
২টি নিয়মে আর এস খতিয়ান অনলাইন চেকনামজারি খতিয়ান অনুসন্ধান 2025। আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভাল
আছেন। বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে ভূমি সেবা গুলোও ডিজিটাল করা
হয়েছে। এই ডিজিটাল করার সুবিধার্থে আপনি কোন ঝামেলা ছাড়াই যে কোন মুহূর্তে
আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার নাম জারি খতিয়ানটি অনুসন্ধান করতে
পারবেন।
আপনি যদি আপনার স্মার্ট ফোন দিয়ে আপনার নামজারি খতিয়ানটি অনুসন্ধান করতে না
পারেন তাহলে আপনি আপনার সময়ের কিছুটা ব্যয় করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন
এবং মনোযোগ দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ুন। আমাদের উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে
আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত নামজারি খতিয়ানটি অনুসন্ধান করতে পারবেন। তাহলে আর
দেরি না করে চলুন শুরু করা যাক।
নামজারি খতিয়ান অনুসন্ধানের প্রয়োজনীয় কাগজপত্র
আপনি যদি কোন ঝামেলা ছাড়াই ঘরে বসে থেকে আপনার নামজারি খতিয়ানটি অনুসন্ধান
করতে চান তাহলে আপনার যে সকল তথ্য জানা প্রয়োজন সেগুলো হল।
- আপনার বিভাগের নাম
- আপনার জেলার নাম
- আপনার উপজেলার নাম
- আপনার মৌজার নাম
- এবং খতিয়ার নাম্বার
আপনার এ সকল তথ্য জানা থাকলে আপনি খুব সহজেই আপনার নামজারি খতিয়ানটি অনুসন্ধান
করতে পারবেন।
নামজারি খতিয়ান অনুসন্ধান 2025
আপনি যদি আপনার নামজারি খতিয়ানটি অনুসন্ধান করতে চান তাহলে আপনার হতে থাক
স্মার্ট ফোন বা কম্পিউটারের যেকোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন land.gov.bd এবং
সার্চ করুন। সার্চ করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হবে এবং সেইখানে আপনি
অনেকগুলো অপশন দেখতে পাবেন সেগুলোর মধ্যে থেকে ভূমি রেকর্ড এবং ম্যাপ সিলেক্ট
করুন তারপর আপনার সামনে যে পেস্ট ওপেন হবে সেখানে নামজারি খতিয়ান সিলেট করে
তারপরে প্রয়োজনের তথ্য গুলো সরবরাহ করে আপনি খুব সহজেই ঘরে বসে থেকেই আপনার
নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
নামজারি খতিয়ান অনুসন্ধান 2025
আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনি আমাদের উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করে খুব
সহজে আপনার খতিয়ান অনুসন্ধান করুন।
আরোও পড়ুন: ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান
প্রথম ধাপ : আপনার স্মার্ট ফোন অথবা যেকোনো কম্পিউটারের সাহায্যে যদি আপনার
কাঙ্খিত নামজারি খতিয়ানটি অনুসন্ধান করতে চান তাহলে আপনার মোবাইল বা ল্যাপটপ এর
যে কোন ব্রাউজারে গিয়ে land.gov.bd টাইপ করে সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ
বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখান অনেকগুলো অপশন দেখতে
পাবেন শেখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ: ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করার পর আপনার সঙ্গে একটু প্লিজ
ওপেন হবে সেখানে আপনি লিখা দেখবেন সার্ভে খতিয়ান , নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ,
আবেদনের অবস্থান, নির্দেশিকা। এই অপশন গুলোর মধ্য থেকে নামজারি খতিয়ান সিলেক্ট
করুন।
তৃতীয় ধাপ: নামজারি খতিয়ান ক্লিক করার পর নিচের দিকে ফলো করলে কিছু অপশন
দেখতে পাবেন। যেমন আপনার বিভাগ, জেলা। প্রথমে বিভাগ অপশন থেকে আপনার বিভাগটি
সিলেক্ট করুন এবং জেলা অপশন থেকে আপনার জেলাটি সিলেক্ট করুন।
চতুর্থ ধাপ: আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করার পর আপনি আপনার উপজেলা বা থানা
এবং মৌজার নাম নির্বাচন করুন।
পঞ্চম ধাপ: খতিয়ানের তালিকা এর নিচে ফাঁকা ঘরে যে নামজারি খতিয়ানটি দেখতে
চান সেই খতিয়ানটি টাইপ করুন। টাইপ করা হয়ে গেলে খুঁজুন বাটনে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপ: খুঁজুন বাটনে ক্লিক করার পরে তার নিচেই আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ান
নাম্বার সহ সেই খতিয়ান টি যার নামে চলে সেটা সহ দেখতে পাবেন। এবার এটার উপরে
ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পেজ ওপেন হবে এবং
সেই পেজে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানের বিস্তারিত সকল তথ্য দেখতে পাবেন।
আপনি আমাদের উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার নামজারি খতিয়ান খুব সহজেই ঘরে বসে থেকে মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারবেন।
আর এস খতিয়ান অনুসন্ধান
ভূমি মন্ত্রণালয়ে আপনি যদি আপনার আর এস খতিয়ানটি অনুসন্ধান করতে চান তাহলে
আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজারে land.gov.bd. লিখে সার্চ
বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখান বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন শেখান
থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশন এ ক্লিক করুন। তারপর সেখান থেকে সার্ভে খতিয়ান
সিলেক্ট করে যথাক্রমে আপনার বিভাগ, আপনার জেলা .আপনার উপজেলা বা থানা, খতিয়ানের
ধরনের নিচে আর এস খতিয়ান সিলেক্ট করুন। এরপর আপনার মৌজা এবং খতিয়ানের তালিকা এর নিচের
ফাঁকা ঘরে আপনার কাঙ্খিত খতিয়ান টি লিখে খুজুন বাটলে ক্লিক করুন।
বি এস খতিয়ান অনুসন্ধান
আপনি যদি আপনার পেজ খতিয়ানটি ভূমি মন্ত্রণালয়ে অনুসন্ধান করতে চান তাহলে
সর্বপ্রথমে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর প্রবেশ করুন। অথবা
land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর আপনার সামনে যে পেজ চলবে সেখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে সিলেক্ট করে যথাক্রমে
- আপনার বিভাগ ও জেলা সিলেক্ট করুন
- এরপর আপনার উপজেলা বা থানা সিলেক্ট করুন
- এরপর আপনি খতিয়ানের ধরনের জায়গায় বিএস খতিয়ান সিলেক্ট করুন
- এবার আপনার মৌজাটি সিলেক্ট করুন
- সর্বশেষে খতিয়ানের তালিকা এর নিচের ফাঁকা ঘরে আপনার কাঙ্খিত বিএস খতিয়ান টি লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।
- খুজন বাটনে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত খতিয়ান পেয়ে যাবেন সেখানে ডাবল ক্লিক করলে আপনি আপনার খতিয়ানের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এভাবে আপনি উল্লেখিত তথ্য গুলো ফলো করে আপনার বিএস খতিয়ান টি সম্পর্কে বিস্তারিত
তথ্য জানতে পারবেন।
এস এ খতিয়ান অনুসন্ধান
আপনি যদি আপনার এস এ খতিয়ানটি ভূমি মন্ত্রণালয় অনুসন্ধান করতে চান তাহলে যেকোনো
ব্রাউজার এগিয়ে land.gov.bd লিখে সার্চ করুন । সার্চ করার পরে আপনার সামনে যে
পেজটি ওপেন হবে সেখান থেকে ভূমি রেকর্ড এন্ড ম্যাপ অপশন সিলেক্ট করার পর আপনার
সামনে যে পেজটি ওপেন হবে সেখানে সার্ভে খতিয়ান অপশনে সিলেক্ট করুন।
আরোও পড়ুন: অনলাইন জন্ম নিবন্ধন যাচাই 2025
তারপরে নিচের অপশনে যথাক্রমে আপনার বিভাগ, আপনার জেলা ,আপনার উপজেলা বা থানা, খতিয়ানের ধরনের স্থানে
এস এ খতিয়ান, আপনার নাম খতিয়ানের তালিকা এর নিচের ফাঁকা ঘরে আপনার কাঙ্খিত
এসে খতিয়ানটি লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। এভাবে খুব সহজে আপনি আপনার এস এ
খতিয়ানের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
শেষ কথা: নামজারি খতিয়ান অনুসন্ধান 2025
নামজারি খতিয়ান অনুসন্ধান 2025 নিয়ে লেখা আর্টিকেলটি যদি আপনি মনোযোগ
দিয়ে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে আপনি নামজারি খতিয়ান অনুসন্ধান 2025,
এস এ খতিয়ান অনুসন্ধান, আর এস খতিয়ান অনুসন্ধান, বিএস খতিয়ান অনুসন্ধান
কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে এখনই শেষ পর্যন্ত করে
ফেলুন। আমাদের আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নিকৃষ্ট বন্ধুদের
নিয়ে শেয়ার করুন।
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url