গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025
আসসালামু আলাইকুম বন্ধুগন আশা করি সবাই ভাল আছেন। আপনি গ্রামীণফোন সিমের একজন গ্রাহক কিন্তু আপনি আপনার গ্রামীন সিমের নাম্বারটি জানেন না? আপনি আপনার গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025 এটা জানার পাশাপাশি সে বিষয় নিয়ে আমরা আপনার কাছে হাজির হয়েছি। আপনি যদি আপনার মহামূল্যবান সময়ের কিছুটা সময় ব্যয় করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন|
তাহলে আপনি গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখবেন সেটা সহ আরো জানতে পারবেন আপনি কিভাবে আপনার গ্রামীণফোনের ব্যালেন্স চেক করবেন? কিভাবে আপনার সিমের ইন্টারনেট কিনবেন? আরো জানতে পারবেন আপনার ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ কতদিন? আপনি কিভাবে এসএমএস প্যাকেজ কিনবেন? এছাড়াও খুটি নাটি আরও অনেকগুলো বিষয়। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক।
ভূমিকা
বাংলাদেশের যত মোবাইল অপারেটর রয়েছে তার মধ্যে সকলের জনপ্রিয় মোবাইল অপারেটর হল গ্রামীণফোন। এটার নেটওয়ার্কিং সিস্টেম এবং সার্ভিস যেটা অন্যান্য অপারেটর থেকে গ্রামীণফোনকে আলাদা করে তুলেছে সকলের চোখে। সকল প্রিয় এই টেলিকম কোম্পানিটি তার যাত্রা শুরু করে ১৯৯৭ সালের ২৬ শে মার্চ মাসে। এই গ্রামীণফোন কোম্পানির ৫৫.৮% এর মালিক হচ্ছে নরওয়ের কোম্পানি টেলিনর। গ্রামীণফোন তার সেবার মাধ্যমে বাচ্চা থেকে বড় সকলের প্রিয় হয়ে উঠেছে। সকলের প্রিয় এ অপারেটরটি তার শর্ট কোড গুলোর জন্য আরও বিশেষ ভাবে জনপ্রিয়তা পেয়েছে।
গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025
জনবহুল দেশ বাংলাদেশ। এই বিশাল জনগোষ্ঠীর প্রিয় মোবাইল অপারেটর হল গ্রামীণফোন। বাংলাদেশের বর্তমান শিক্ষাহার 76.8% । বর্তমানে শিক্ষার হার একটু বেশি হলেও পূর্বে বাংলাদেশী করা তার হার এত ছিল না। তাই তাই কিছু অশিক্ষিত লোকের পক্ষে তাদের নাম্বারটি মনে রাখার সম্ভব নয়। এই সমস্যার কথা মাথায় রেখে গ্রামীণফোন একটা শর্ট কোড দিয়েছে যেটা ব্যবহার করে |
আপনি খুব সহজেই আপনার মোবাইল নাম্বারটি চেক করতে পারেন। আপনার গ্রামীন সিমের নাম্বার চেক করার কোড হল *2#. আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে এই নাম্বারটি টাইপ করে খুব সহজেই আপনি আপনার সিমের নাম্বারটি চেক করতে পারেন। তাই আপনি আপনার সিমের নাম্বারটি চেক করার জন্য এই কোডটি মুখস্ত রাখুন অথবা আপনার মোবাইলে সেভ করে রাখুন।
জিপি সিমের ব্যালেন্স চেক
আপনি জিপি সিম ব্যবহার করেন কিন্তু আপনার সিমে কত টাকা আছে সেটা জানেন না। আপনার কোন ঝামেলা ছাড়াই আপনার সিমের ব্যালেন্স চেক করার জন্য গ্রামীণফোন একটি শর্ট কোড দিয়েছে সেই কোডটি হল *566# . আপনি এই কোডটি ডায়াল করে আপনি আপনার সিমের মূল ব্যালেন্সটি খুব সহজেই জানতে পারেন।
গ্রামীন সিমের মিনিট অফার
গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025 এটা জানার পাশাপাশি আপনি যদি আপনার সিমের জন্য যে সকল অফার রয়েছে সেগুলো যাচাই করতে চান তাহলে আপনি *121# লিখে ডায়াল করুন। ডায়াল করার পরে আপনার সামনে বেশ কিছু অপশন আসবে সেগুলোর মধ্য থেকে মিনিট প্যাক যে নম্বরে লিখা আছে সেই নাম্বারটি (4) টাইপ করে পুনরায় সেন্ড করুন। তারপর আপনার সামনে মিল্ক প্যাকের একটি অফার দেখতে পাবেন। এই অফার থেকে আপনি আপনার পছন্দের প্যাকট বেছে নিন।
গ্রামীন সিমের মিনিট চেক
আপনি আপনার গ্রামীন সিমটিতে একটি মিনিট প্যাক ক্রয় করেছেন কিন্তু আপনি জানেন না যে আপনার প্যাকটিতে আর কত মিনিট অবশিষ্ট রয়েছে কিংবা আপনার প্যাকেজের মেয়াদ আর কতদিন আছে? আপনার এ সকল প্রশ্নের সহজ সমাধান হলো আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে *121*1*2# অথবা *121*1*4# টাইপ করে সেন্ড করুন।
এরপর কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি মেসেজের মাধ্যমে আপনার প্যাকেজটিতে অবশিষ্ট কত মিনিট রয়েছে এবং সেই মিনিটের শেষ তারিখ কত সেটা আপনাকে জানিয়ে দেয়া হবে। তাই আপনি আপনার মিনিট প্যাকেজটির সকল তথ্য জানতে এক্ষুনি*121*1*2# অথবা *121*1*4# লিখে সেন্ড করুন। এবং আপনার মিনিট প্যাকেজটির সকল তথ্য দেখে নিন।
গ্রামীন সিমে এমবি যেভাবে কিনবেন
কোন ঝামেলা ছাড়াই এমবি চালানোর ক্ষেত্রে সকলের প্রিয় মোবাইল সিম অপারেটর হচ্ছে গ্রামীণফোন। এখন প্রশ্ন হল আপনি তাহলে গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025 এটা জানার পাশাপাশি এবং গ্রামীণফোনের এমবি কিনবেন কিভাবে? এর সব সমাধান হলো আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে টাইপ করুন *121#. এবং সেন্ড করুন এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন সে অপশন গুলোর মধ্যে থেকে Minite,Combo & SMS Pack অপশনটি সিলেক্ট করেছেন বাটনে ক্লিক করুন।
এরপর আপনি ইন্টারনেট প্যাকেজ এর বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন সেই অপশন গুলো থেকে আপনি যে ধরনের প্যাকেজটি কিনতে চান সেটি সিলেক্ট করে সেন্ট বাটনে ক্লিক করুন। এইভাবে আপনি খুব সহজে আপনার কাঙ্খিত এমবিটি কিনতে পারেন। এছাড়া আপনি আরও একটি শর্ট কোড ব্যবহার করে আপনি আপনার পছন্দের এমবি প্যাকেজ কিনতে পারেন। শর্ট কোডটি হল *121*4#
গ্রামীন সিমের এমবি চেক করবেন যেভাবে
আপনি আপনার পছন্দসই একটি এমবির প্যাকেজ ক্রয় করেছেন কিন্তু আপনি জানেন না যে আপনি আর কত এমবি ব্যবহার করতে পারবেন এবং এটার মেয়াদ শেষ কবে ? এর সহজ সমাধান গ্রামীণফোন রেখে দেশে আপনার হাতের নাগালে কোন ঝামেলা ছাড়াই আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে টাইপ করুন *121*1*4#এবং সেন্ট বাটন এ ক্লিক করুন।
এই কোডটি টাইপ করেছেন বাটনে ক্লিক করার পরে আপনার কাছে কিছুক্ষণের মধ্যে একটি এসএমএস আসবে, সে এসএমএসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কত এমবি অবশিষ্ট রয়েছে এবং সেই এমবির মেয়াদ শেষ কবে হবে এবং এমবির মেয়াদ শেষে পার এম্বি প্রতি আপনার থেকে কত টাকা কাটবে সে সম্পর্কেও আপনাকে জানানো হবে।
জিপি সিমের এসএমএস প্যাকেজ কিনবেন যেভাবে
কথার মাধ্যমে ভাবের আদান-প্রদান ছাড়াও আরেকটি অন্যতম মাধ্যম হলো এস এম এস | এখন কথা হল আপনি তো মিনিট প্যাকেজ কিনলেন এমবির ও প্যাকেজ কিনবেন কিভাবে সেটাও জানলেন তাহলে এবার জেনে নিন আপনি কিভাবে গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025 এটা জানার পাশাপাশি আপনার পছন্দের এসএমএস প্যাকেজ করবেন||
এসএমএস প্যাকেজ ক্রয় করার জন্য প্রথমে আপনি আপনার কীবোর্ড থেকে *121# টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করুন| এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সে পেজে কিছু অপশন দেখতে পাবেন| এই অপশন গুলোর মধ্যে থেকে Minite,Combo & SMS Pack সিলেক্ট করে সেই নাম্বারটি টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করুন | সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আবারো একটি নতুন পেজ ওপেন হবে|
সেই পেজ থেকে আবারও Buy Other Packs অপশনটি সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করুন| সেন্ড বাটনে ক্লিক করার পরে আবার আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখান থেকে SMS Pack অপশনটি সিলেক্ট করেছেন বাটনে ক্লিক করুন| সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এসএমএসের বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পাবেন| এই প্যাকেজগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দের প্যাকেজ ক্রয় করুন|
গ্রামীন সিমের এসএমএসের ব্যালেন্স চেক করবেন যেভাবে
আপনি যদি আপনার ক্রয় কি তো এসএমএস প্যাকেজ এর ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে খুব সহজে টাইপ করুন *566*2#. এবং ডায়াল করুন। ডায়াল করার পরে আপনাকে এসএমএসে মাধ্যমে আপনার এস এম এস ব্যালেন্স জানিয় গ্রামীণফোন কোম্পানি।
গ্রামের সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিবেন যেভাবে
আপনার সিমে কোন টাকা নাই কিন্তু আপনার কথা বলা খুবই প্রয়োজন এবং আপনার পক্ষে এই মুহূর্তে রিচার্জ করা কোনমতেই সম্ভব নয়। আপনার এমন বিপদের মুহূর্ত থেকে উদ্ধার করার জন্য গ্রামীণফোন ইমারজেন্সি ব্যালেন্স সিস্টেম চালু করেছে। অর্থাৎ আপনি আপনার জরুরি মুহূর্তে গ্রামীণফোন কোম্পানি থেকে টাকা ধার করতে পারবেন।
এই টাকা তো আপনাকে গ্রামীণফোন এমনিতেই দিবেনা আপনাকে একটি কোড ডায়াল করে আপনাকে তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে তার প্রেক্ষিতে তারা আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স দিবে। এবং এই ইমারজেন্সি ব্যালেন্সটি আপনার পরবর্তী রিচার্জ থেকে কর্তন করা হবে। এখন কথা হল আপনি কোন কোড ডায়াল করলে ইমারজেন্সি ব্যালেন্স পাবেন। তাহলে চলুন জেনে নেই আপনি কোন কোটি ডায়াল করলে এমার্জেন্সি ব্যালেন্স পাবেন এবংগ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025।
আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে টাইপ করুন *1010*1#. এই কোড এবং সেন্ট বাটন এ ক্লিক করুন। সেন্ট বাটনে ক্লিক করার পর আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনাকে কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স দেয়া হলো সেটা জানিয়ে দেয়া হবে। এই ইমারজেন্সি এর মধ্য থেকে আপনি যত টাকা খরচ করবেন ঠিক তত টাকা আপনার থেকে পরবর্তী রিচার্জ করার পরে কেটে নেওয়া হবে।
জিপি সিমের রিকোয়েস্ট কল করা কোড নাম্বার
আপনার মোবাইলে যদি কোন ব্যালেন্স না থাকে এমনকি আপনি যদি এমার্জেন্সি ব্যালেন্স শেষ করে ফেলেন সে ক্ষেত্রে আপনি আপনার পছন্দের মানুষটিকে রিকোয়েস্ট কল করতে পারেন। রিকোয়েস্ট কল করার জন্য আপনি *123*মোবাইল নাম্বার#(*123*01712345678#) লিখে ডায়াল করুন। এভাবে আপনি সর্বোচ্চ তিনটি রিকোয়েস্ট কল করতে পারবেন।
গ্রামীনফোন সিমের কাস্টমার কেয়ার নাম্বার
অন্যান্য সকল টেলিকম গুলোর মতই গ্রামীণফোনের ও একটি নিজস্ব কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে। যে নাম্বারটিতে আপনি কল করে আপনার সকল সমস্যার সমাধান করে নিতে পারেন খুব সহজে। গ্রামীণফোনের কাস্টমার কেয়ার নাম্বারটি হল 121. এর নাম্বারে কল করে আপনার প্রয়োজনে সেবাটি গ্রহণ করুন।
গ্রামীণফোন ই সিম( E-SIM ) কি?
ই সিম সিস্টেম হচ্ছে মূলত আপনার ফোনে ইন্সটল করা ভার্চুয়াল সিম সিস্টেম। ই সিম( E-SIM )এর ফুল মিনিং হলো এমবেডেড সিম Embedded sim। কি সিম সিস্টেমে আপনার স্মার্টওয়াচ বা ফোনে সিম টি এম বেটেড বা সংযুক্ত থাকবে। আপনার সাধারণ সিম এবং এই সিমের মধ্যে মূল পার্থক্য হল ইস সিম সিস্টেমে কোন ফিজিক্যাল চিপ এর প্রয়োজন হয় না। এটি আপনার স্মার্টফোনে সরাসরি ইন্সটল করা থাকে ফলে আপনাকে সিমের মত খোলামেলার ঝামেলা করতে হয় না।
শেষ কথা: গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025
গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে 2025 নিলেখা আর্টিকেলটি যদি আপনি মডেল দিয়ে পড়েন তাহলে আপনি গ্রামীণফোনের অত্যন্ত প্রয়োজনীয় কিছু শর্ট কোর্ট সম্পর্কে জানতে পারবেন | যেটা আপনার গ্রামীণফোন অপারেটরি ব্যবহার করতে আরো সহজ বোধ করবেন| তাই আপনি যদি আমাদের আর্টিকেলটি এখনো মনে যোগ দিয়ে না পড়ে থাকেন তাহলে এসব কোড গুলো জানতে|
যেগুলো জানা আপনার খুবই প্রয়োজন তাই এখনই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে ফেলুন| আমাদের আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপন আপনার নিকৃষ্ট বন্ধুদের নিকট শেয়ার করুন| এমন আরো অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আপনি নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন| আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ|
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url