গ্রামীন মিনিট চেক কোড

আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভাল আছেন| আপনার সকলের প্রিয় মোবাইল অপারেটর গ্রামীণফোন ব্যবহার করেন| গ্রামীনফোনের মিনিট প্যাক ব্যবহার করেন কিন্তু মিনিট প্যাকের শেষ আপডেট চেক করতে পারেন না|

 তাদের এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমরা| আপনি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে গ্রামীন মিনিট চেক কোড সহ আরো কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোড জানতে পারবেন| যে কোডগুলো আপনার গ্রামীণফোনটি ব্যবহার করতে আরো সহজ করবে| এবং অন্য কারো সহযোগিতা ছাড়াই আপনি নিজে নিজেই সকল তথ্য জানতে পারবেন|

গ্রামীন সিমের নাম্বার চেক কোড

আপনি যদি আপনার সিমের নাম্বারটি না জেনে থাকেন তাহলে আপনি একটি শর্ট কোড ব্যবহার করে খুব সহজেই আপনার নাম্বারটি চেক করতে পারেন। গ্রামীন সিমের নাম্বার চেক করার কোডটি হল *২#। এছাড়াও কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি শুধু ২ টাইপ করে ডায়াল করেন সে ক্ষেত্রেও আপনার নাম্বারটি আপনি দেখতে পেতে পারেন।

গ্রামীন সিমের ব্যালেন্স চেক করার কোড

আপনি যদি দেশের সর্বোচ্চ সেরা নেটওয়ার্ক গ্রামীণ ফোন ব্যবহার করে থাকেন এবং আপনি যদি আপনার গ্রামীন সিমের ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি একটি শর্ট কোড ব্যবহার করতে পারেন। গ্রামীণফোন নির্ধারিত শর্ট করতে হল*৫৬৬#।

ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড

জরুরী মুহূর্তে যদি আপনার সিমের ব্যালেন্স না থাকে আপনি কোন ঝামেলা ছাড়াই গ্রামীণ বা জিপি কোম্পানি থেকে আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন। আর এই ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়াল করুন *১০১০*১#। ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই গ্রামীণ অথবা জিবি কোম্পানি আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে আপনি কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছেন সেটা জানিয়ে দেবে। এই ইমারজেন্সি আপনার পরবর্তী রিসার্চ থেকে কর্তন করা হবে।

গ্রামীন  মিনিট অফার কোড

আপনি যদি গ্রামীন সিম বা জিপি সিমের মিনিট প্যাক ক্রয় করতে চান তাহলে আপনি*১২১# ডায়াল করে আপনি আপনার পছন্দমত মিনিট প্যাকেজ একটি ক্রয় করতে পারেন । এছাড়া আপনি আপনার নিকটস্থ ফ্লেক্সিলোড এর দোকানে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট রিচার্জ করেও মিনিট প্যাক ক্রয় করতে পারেন। এছাড়া আপনি আরো একটা মাধ্যমে আপনার পছন্দ মত মেয়ের প্যাক ক্রয় করতে পারেন সেটি হলো মাই জিপি অ্যাপস ডাউনলোড করে। ডাউনলোড করার পরে সেটাতে আপনি লগইন করে আপনার পছন্দ মত যে কোন প্যাকেজটি ক্রয় করতে পারেন।

গ্রামীন মিনিট চেক কোড

আপনি আপনার পছন্দমত একটি প্যাক ক্রয় করেছেন কিন্তু আপনি জানেন না আপনার সে প্যাকেজটিতে আরো কত মিনিটে অবশিষ্ট রয়েছে। আপনি আপনার অবশিষ্ট মিনিট জানতে বা চেক করতে একটা শর্ট কোড ব্যবহার করতে পারেন। গ্রামীণফোন কর্তৃক নির্ধারিত করতে হলো*১২১*১*২# বা *১২১*১*৪#। আপনি এই কোড দুটির যেকোনো একটি ব্যবহার করতে পারেন। এই কোড দুটি যে কোন একটি ডায়াল করলে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার মিনিট প্যাকেজের সর্বশেষ আপডেট জানিয়ে দেয়া হবে। এছাড়া আপনি যদি মাঝিকে অ্যাপস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অ্যাপস থেকেও এই তথ্যগুলো জানতে পারেন।

গ্রামীন সিমের এমবি কেনার কোড

আপনি যদি আপনার পছন্দের গ্রামীণ বা জিপি সিমে এমবি ক্রয় করতে চান তাহলে আপনি প্রথমে*১২১#এই শর্ট কোর্টে ডায়াল করে কয়েকটি ধাপ কমপ্লিট করে আপনি আপনার পছন্দ মত এমবি প্যাকেজ ক্রয় করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনি আপনার নিকটস্থ ফ্লেক্সিলোডের দোকানে গিয়েও এমবি কিনতে পারেন। আরো একটা সহজ মাধ্যমে আপনি আপনার পছন্দের এমবি প্যাকেজটি তৈরি করতে পারেন সেটা হল মাই জিপি অ্যাপস।

গ্রামীন সিমে এমবি চেক করার কোড।

গ্রামীন সিমে ক্রয় কি তো এমবি প্যাকেজ এর সর্বশেষ আপডেট চেক করতে হলে আপনি নিচে উল্লেখিত দুটি শর্ট কর ব্যবহার করতে পারেন। আপনি নিচে উল্লেখিত শর্ট কোড দুইটি ডায়াল করার পরে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার এমবি প্যাকেজটি সর্বশেষ আপডেট অর্থাৎ আপনার কত এমবি রয়েছে এবং সেই এমবির মেয়াদ শেষ কত তারিখে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। শর্ট কোড দুটি হলো *১২১*১*৪# / *১২১*১*২# ।

গ্রামীণ বা জিপি সিমের এস এম এস প্যাকেজ কেনার কোড

আপনি যদি এসএমএস কিনতে চান তাহলে *১২১# ডায়াল করে পরবর্তীতে দুই থেকে তিনটি ধাপ অবলম্বন করে আপনি আপনার কাঙ্ক্ষিত এসএমএস প্যাকেজটি ক্রয় করতে পারেন।

গ্রামীন সিমের এসএমএস ব্যালেন্স চেক করার কোড

এসএমএস এর ব্যালেন্স চেক করতে হলে আপনি আপনার মোবাইল থেকে*৫৬৬*২# এ শট কোটি ডায়াল করে খুব সহজেই আপনি আপনার এসএমএস এর ব্যালেন্স টি জানতে পারবেন।

গ্রামীন সিমের রিকোয়েস্ট কল করার কোড

আপনি যদি আপনার নিকটস্থ মানুষটিকে রিকোয়েস্ট কল দিতে চান তাহলে এই কোডটি ডায়াল করুন।*১২৩*মোবাইল নাম্বার#

গ্রামীন সিমের কাস্টমার কেয়ার নাম্বার

গ্রামীন সিমের কোন সমস্যার সমাধান জানতে বা নতুন কোন তথ্য জানতে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন। গ্রামীন সিমের কাস্টমার কেয়ার নাম্বার হলো ১২১।

লেখক এর মন্তব্য

গ্রামীন মিনিট চেক কোড নিয়ে লেখ আর্টিকেলটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি গ্রামীন মিনিট চেক কোড , ব্যালে |ন্স চেক করার কোড, ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড, মিনিট প্যাক ক্রয় করার কোড, এমবি প্যাকেজ ক্রয় করার কোড, সহ আর বেশ কিছু কোট জানতে পারবেন| তাই আপনি যদি আর্টিকেলটি এখনো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত না পড়ে থাকেন তাহলে এখনই পড়ুন এবং গ্রামীন বা জিপি সিমের সঠিক ব্যবহার করুন|

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url